Data
stringlengths
1
1.41k
Label
int64
0
2
আমার বড় বন খুব সুন্দর মেহেদী দিয়ে দিতে পারে।
1
এসব মেয়েদের কোন সমস্যা নাই, এরা বিয়ে পর ও অন্যদের সাথে শোয়াশুয়ি করে, এদের বাপ মাও এভাবেই এদের জন্ম দেয়, আমাদের কাছে যা লজ্জার, এদের কাছে তাই ডালভাত।
2
তিনি নারী লেখকদের সবসময় উৎসাহিত করেন।
1
কারা নিষেধাজ্ঞা আরোপ করেছে?
0
বৌ না থাকলেও স্রষ্টার শ্রেষ্ঠ উপহার 'মা' আছেন। সকালে অফিসে যাওয়ার পথে তার চোখ দুটি ঐ পথেই থাকে কখন আবার আমি বাসায় ফিরে আসবো।
1
অ্যাডামের জন্য তার এই শারীরিক বৃদ্ধিটা হয়তো কাল হয়েই দাঁড়িয়েছিলো তবে তার এই ঘটনাটি বিশ্বের ইতিহাসে এক চমকপ্রদ এবং বিস্ময়কর ঘটনাই বটে।
0
ছেলেদের জন্য বিয়ে করা সহজ, মেয়েদের জন্য কঠিন কারণ যোগ্য ছেলে পেতেই হবে।
2
যার মা নেই শুধু সেই এর মর্ম বুঝতে পারে।
1
নারী পুরুষ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার থাকবে
0
গল্পটার মধ্যেও ভুল কিছু নেই।
0
কুশের ছবির প্রতীকগুলো পুরাণ ও ইতিহাসের সাথে সম্পর্কিত, সেজন্যই এগুলো সার্বজনীন।
0
সন্তানের লালন-পালন ও উত্তম চরিত্র গঠনে মায়ের ভূমিকা অগ্রগণ্য।
1
দিদির এই চেহারায় আবার ফ্রেশ ভার্জিন ছেলে...???
2
মাটির নিচে, সমুদ্রতলে, পাহাড়চূড়ায়।
0
নারী যখন তার আপন যোগ্যতায় আবদ্ধ অবস্থা থেকে বের হয়ে আসে, তখন সে পারিবারিক নির্যাতন কিংবা যৌন নির্যাতনের শিকার হয়, যা তার সামাজিক অবস্থান এবং কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখে।
1
নিয়মিত ধোয়ার ঝামেলা নেই, ইস্ত্রি করার ঝামেলা নেই, ঠান্ডা প্রতিরোধক- একের ভেতর তিন সুবিধা।
0
দেশের গণ্ডি ছাড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও উজ্জ্বল ভূমিকায় নারী পুলিশ সদস্যরা।
1
আলো দিয়ে গেল যারা', 'ভগবানের চাবুক' ইত্যাদি তার ইতিহাসভিত্তিক গ্রন্থ।
0
দেহ দেখিয়ে আমাকে প্রেমে পালানোর ধান্দা যত্তসব, আসলে আমি তো পর্দাবিহীন কাউকে ভালোবাসি না!
2
মেডাম আপনি এক রাতের জন্য কত টাকা নেন জনি দা কে আপনার কাছে পাঠাব
2
নারীর মধ্যে সম্পর্কে অবদান এবং সমর্থন অপরিসীম
1
মেয়ে শিশুকে সব ধরনের খেলনা কিনে দিন।
1
২য় বিয়ের সনদপত্র পেতে তাকে ১ম স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের কাগজপত্র দেখানো লাগতো।
0
রয়ে গেল নারী-পুরুষ সম্পর্ক ও ন্যায্যতার সঙ্কট, নারীর ব্যক্তিস্বাধীনতা ও মর্যাদার প্রতি অবজ্ঞা, নারীর প্রতি পারিবারিক নির্যাতন ও সহিংসতা, নারীর প্রতি সামাজিক অসঙ্গতিপূর্ণ দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও চিত্রজগতেও নারীর অবমূল্যায়ন, কর্মক্ষেত্রে নারীর অমর্যাদা ও নিরাপত্তাহীনতা, নারীর অর্থনৈতিক বঞ্চনা
1
জাতীয় উন্নতির কাজ নারীকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়
1
দেশের সকল নাগরিক একই শিক্ষাব্যবস্থাধীনে একই মানসিকতা ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বড়ো হলে পুরুষতান্ত্রিক সমাজে বিদ্যমান নারীর প্রতি নেতিবাচক মনোভাব (নারী অবলা, নারীর বুদ্ধি কম, নারী ঘরের শোভা, নারীর কাজ কেবল সন্তান জন্মদান ও তাদের লালনপালন করা, প্রভৃতি) দূর হবে, যা নৈতিক ও সমতামূলক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।
1
বিশ্ব-স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে ধারণা করা হয়, বিশ্বজুড়ে প্রতি ১৬০ শিশুর মধ্যে একজন এএসডি আক্রান্ত।
0
যে মেয়ে স্বামী ছাড়া চলে সে মেয়ে বাজে মেয়ে
2
এর প্রতিবাদে ঢাকায় ছাত্র ও বুদ্ধিজীবীরা বিক্ষোভ সমাবেশও করেছিলেন।
0
এখন, বিজ্ঞানীরা এ স্ট্রিং থিওরি নিয়ে কাজ করতে গিয়ে একপর্যায়ে দেখলেন, এগুলোকে ব্যাখ্যা করার জন্য বেশ কিছু মাত্রার প্রয়োজন হচ্ছে, যা কি না আমাদের চতুর্থমাত্রিক মহাবিশ্বের থেকেও অধিক মাত্রার।
0
কিন্তু মাগীর গোপন জিনিস সবার সামনে ওপেন করার কি দরকার
2
শরীর দেখিয়ে বেড়ানো কোনো ভালো মানুষের কাজ নয়
2
তিনি বলেন, "আমার মনে হয়না ক্রিকেটাররা রাজনীতিতে আসলে কোন ভাল করতে পারবে।
0
সে চেয়েছিল যুদ্ধে অংশগ্রহণ করতে, কিন্তু তার উৎসাহকে ছোট করে দেখা হয়।
0
উপযুক্ত নারী শিক্ষার মধ্য দিয়ে সামাজিক বিভিন্ন সমস্যা বা দুর্নীতি দূর করা সম্ভবপর হয়।
1
নিজের হেলমেটের রেডিও কানেকশন, অক্সিজেন সাপ্লাই সিস্টেম পরীক্ষা করলেন।
0
আত্বার মৃত্যু তো একবারই হয়। মরে গেলে সে আর ফিরে আসে না। বিশ্বাসটাও এমন। ফিরে আসে না
0
আপনাদের এইসব সমস্যা দেখলে আসলেও না কেঁন্দে পারিনা
0
আপু সত্যিই খুব ভাগ্যবতী আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়েছেন হাজারো বিচ্ছেদের ভিড়ে কিছু ভালোবাসা আজীবন বেঁচে থাকে
1
এটা বাংলাদেশের জন্য সত্যিই গর্বের বিষয়
0
সময় যত্ন করে হিসেব নিবে কাউকে ঠকিয়ে কেউ শান্তি পায় না ভেতর ভেতর এরা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় কিন্ত উপর উপর ভালো থাকার নাটক করে
0
আপনি আসে পাশে তাকান যতগুলো ডিভোর্স হয় সব গুলা এ চাকরিজীবী মেয়েদের ডিভোর্স। একহয় ওদের বস কিংবা কালিগের সাথে নোংরামির কারণে নাহয় কয়টা টাকা উপার্জন করে স্বামী শশুর শাশুড়ি কাউকে মানুষ মনে করেনা। সেকারণেই ডিবোর্স।
2
কিছু মানুষ এমন রোবট টাইপ ই হয় কিছু করার নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে
0
সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে নারীদের অপর পক্ষের দিকে তাকালে হবে না।
1
মন্ত্রণালয় একটা আমলানির্ভর তালিকা করেছে। হিন্দু ধর্মবিশ্বাস মতে, অশুভ শক্তির বিনাশ আর ধর্ম রক্ষায় যুগে যুগে মর্ত্যলোকে দেবতাদের আবির্ভাব হয়েছে। মালানা গ্রামের পরিচালনা পদ্ধতিতে এই জমলু ঋষির প্রভাব অত্যধিক। এই দুর্যোগকালীন মূহুর্তগুলোতে সামরিক বাহিনী দাড়ায় জনগণের পাশে। জায়গাটা ছিল বিমানবন্দরের কাছে, যা তারা রুশদের হাত থেকে দখল করেছিল।" - ঘানেম বলছিলেন, "আমাদের পেয়ে সে খুব খুশি হয়েছিল, আমাদের প্রতিদিন ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাতো।
0
বিয়ের পর স্ত্রী আমার ব্যাক্তিগত সম্পদ ।
2
নারীদের যা আছে তাতে তারা সন্তুষ্ট নয় সে আরো লোভ করে।
2
চাকরিজীবী নারীরা সবাই সুখে-শান্তিতে সংসারজীবন কাটাচ্ছেন না
2
ধর্ষণ আপনারা নিজের কারণেই হন, আপনারা কিছু অভিনেত্রী যে হারে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি চালাচ্ছেন দিন এর পর দিন লজ্জা থাকা উচিত আপনাদের?
2
সব ঠিক আছে চরিত্র টা ঠিক করুন মাসিমা
2
মেয়েটা অসাধারণ এবং খুবই বুদ্ধিমান।
1
বেপর্দা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই!
2
আপনারা এসব কি শুরু করছেন? সিনেমা করতে আসছো নাকি ববস দেখানোর প্রতিযোগিতায় আসছো।
2
আপনার মত খামকি গামি কারোর জিবনে না আসুক
2
এরপর ক্যাপ্টেন আদেশ দিলেন টাইটানিকের যাত্রাপথে একটু পরিবর্তন আনার জন্য।
0
এর পেছন মূলত ডাক্তারদের হাত ছিল।
0
অনেক নারী উদ্যোক্তা সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
1
অনেককাল আগে থেকেই তো ভেবে আসা হচ্ছে যে নারীরা দুর্বল, অবলা শ্রেণির মধ্যে পড়ে।
1
মনে মনে বিয়ে করে ডিভোর্স দিয়ে দেন।ঝামেলা শেষ।
0
পরিবার-সমাজ, সম্পদ-দক্ষতা, উচ্চশিক্ষা-জীবিকা, রাজনৈতিক ক্ষমতা, অবস্থানগত ক্ষেত্রগুলোতে বাংলাদেশের নারীরা অনেকটাই এগিয়েছে
1
মেয়ে এমনে দেখতে সুন্দর নাহ, বাপ মাও দেখি কিপ্টার কিপটা।
2
এ মসজিদের গায়ে কোন শিলালিপি নেই।
0
নারী এখনও মর্যাদায় খাটো এই সমাজে।
1
১২ বছর আগে ব্যাংককে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে এদেশের নারী ক্রিকেট দলের।
1
ইডেন কলেজ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কে বউ করে নিতে চায় না।
2
পেশা ও চাকুরী স্বাধীনভাবে বেছে নেয়ার অধিকার; পদোন্নতি চাকুরীর নিরাপত্তা এবং চাকুরীর সকল সুবিধা ও শর্ত ভোগ করার অধিকার এবং শিক্ষানবিস হিসেবে প্রশিক্ষণ, উচ্চতর বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পুনঃপ্রশিক্ষণ গ্রহণের অধিকার ;
0
আমার কাছে মনে হয়, রান আমি করতে পারবো।
0
আপু, এত সুুন্দর নাচ কোত্থেকে শিখছেন? আপনিও একটা নাচের ক্লাস নেন।
1
মেয়েদের এত শরীরে ক্ষুদা থাকতে নায়।
2
কাবাডির খেলার মধ্যে আছে বলেই পড়াশোনা শেষ করতে পেরেছে মেয়েটি। তা ছাড়া আরও আগে তার বিয়ে হয়ে যেত।
1
বাড়িতে যে মেয়েটি পুত্রবধূ হিসেবে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।
1
মেয়ে মানুষ মানেই খরচ।
2
আপু খোলামেলা পোশাক পরিয়েন না,,,আপনি এমনি সুন্দরী,,যেকোন পোশাকে আপনাকে ভালো,,তবে এত খোলামেলা পোশাক পরে নিজেকে আরো নিচে নামিয়ে ফেলছেন,
2
যেসব কাজে পুরুষদের একাধিপত্য ছিল বলে এক সময় মনে করা হত সেসব জায়গাতেও এখন মেয়েরা কাজ করছে।
1
সাধারণ জনগণের মাঝে সচেতনতা ছড়ানোর পাশাপাশি আইনের শাসন দৃঢ় করাও এখন সময়ের দাবী।
0
মেয়েটি অনেক সুন্দর
1
নারী সুযোগ দেয় , তারপর বিপদে পরলে বলে আমি অবলা , আমার দূর্বলতার সুযোগ নিয়েছে।
2
দোয়া করি আপনার স্ত্রীকে আল্লাহ ওপাড়ে ভাল রাখুক,আপনার জীবনটা গুছিয়ে দিক৷
1
অবশ্যই মেয়েদের দোষ, উত্তেজক পোশাক পরলে ধর্ষণ ঘটবে
2
একদিন লোকজন ইট-পাথর আনতে গিয়েছিল।
0
আমাদের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই
1
বউকে পড়াশোনা করাতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারবেন না।
2
এখন ফ্রিলি গ্রুপ স্টাডি করবে আর খাবে বিএফ একটার পরে একটা চেঞ্জ করার সুযোগ দিয়েছ,বাই দা ওয়ে কথা হেইডা না কথা হল এই মেয়ে সাপ্তাহ খানিক পরে যদি ভাইগা যায়??
2
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম স্থানে রয়েছে (২০২১ সালে), যেখানে ইন্ডিয়ার অবস্থান-একই সলে ৫১, পাকিস্তান ৯৮, শ্রীলংকা ৯০
1
নারী সফল পুরুষ খোঁজে, পুরুষের সফলতায় ভাগ বসাতে।
2
বেশি বয়সে মেয়েদের বিয়ে হতে চাই না
2
সমাজের সব নারী খারাপ না আপনার মতো ধোন ওয়ালা নারীরাই সমাজের একেকটা কীট।
2
শহরের অর্থনীতি কোনো কারণে অচল হয়ে গেলে, সেখানকার দরিদ্র জনগোষ্ঠীই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে।
0
কেননা, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনন্দিন এরকম ঔষধ খাওয়া ইতিবাচক নয়।
0
কই ভাই বিয়েতে এত ঝামেলাতো জীবনে দেখি নাই
0
দিনে দিনে মানুষ বুড়ি হয় আর আপনারা শুধু কচি হচ্ছেন, এতে করে আমূদের দিকে কেউ তাকাই নাহ
2
বিকেলে তারা কক্সবাজার পৌঁছে টিএন্ডটি রেস্টহাউসে উঠেন, যা ছিল পাহাড়ের উপরে এবং ঠিক সমুদ্রের সামনে।
0
নারীরা নিেত্রিত্ব দেয়ার অনুপুযুক্ত।
2
তোমাকে দিদি এমন ভাবে দেখতে চাইনা,, স্মালিনতা বজায় রাখো।
2
আমার জন্য প্রচুর খেটেছেন মা।
1
কার্বনে প্রচণ্ড পরিমাণে চাপ ও তাপ দিলে তা হীরায় রুপান্তরিত হয়।
0
গ্রামীণ নারীরা শুধু খাদ্য ও কৃষিতেই নয়, বাংলাদেশের মতো উন্নয়ন্নশীল দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
1
এই মালগুলোর জন্মের ঠিক নাই,পাট মারায়
0
সঙ্গে যুক্ত হয়েছিল একবারে অনেক বেশি পরিমাণ খাবার খাওয়ার প্রবণতা বা বিঞ্জ ইটিং ডিসঅর্ডার।
0
এদেশের মেয়েরা স্বামী ভক্ত বেশি হয়৷
2