Data
stringlengths 1
1.41k
⌀ | Label
int64 0
2
|
---|---|
পুরুষদের পদ পজিশন দেখলে মেয়ের দাদি নানিরাও বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
| 2 |
তার জায়গায় দলের অধিনায়কত্ব দেওয়া হয় নাম্বার টেন রসিস্কিকে।
| 0 |
রাত বিরাতে মাগীর মত ঘুরে কেন?
| 2 |
অনেক অফিসে পরিবেশটাই থাকে নারীদের প্রতিকূলে।
| 1 |
দুই বোন মিলে বড় বোনকে উড়াধুড়া ক্যালানি দেন।
| 2 |
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন বা প্রতিরোধ গড়ে তুলতে হবে
| 1 |
স্ত্রী বা প্রেমিকাদের সঙ্গে সমস্যাযুক্ত পুরুষদের সম্পর্ককে সুস্থ, অর্থপূর্ণ ও দীর্ঘস্থায়ী রোমান্স এবং প্রেমের সঙ্গে সম্পৃক্ত করার পরিবর্তে পুরুষদের আচরণকে দ্বিগুণ দোষী বলে অভিহিত করা উচিত।
| 1 |
মেয়েদের ফুটবলে শুরু থেকেই দেশের ক্ষুদ্র জাতিসত্ত¡ার মেয়েদের অংশগ্রহণ বেশি
| 1 |
পুরুষের পাশাপাশি নারীর বলিষ্ঠ ভূমিকায় একটি পরিবার পরিচালিত হয়
| 0 |
বার্তা সংস্থা রয়টার্স অবশ্য ভারতীয় কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে তিনটি পাকিস্তানী যুদ্ধ বিমান ভারত শাসিত কাশ্মীরের আকাশ সীমায় ঢুকে পড়েছিল।
| 0 |
জীবন বড়ই রহস্যময়। দোয়া করি, আপনাদের সম্পর্ক অনন্তকাল বেঁচে থাকুক
| 0 |
বর্তমান পুরুষ বিদ্ধেষী নারীবাদিদের মধ্যে মানুষের কোন বৈশিষ্ট্য পাওয়া যায়না।
| 2 |
প্রকৌশল ও স্থাপত্য বিভাগের মতো একটি চ্যালেঞ্জিং পেশার সফল নারীরা এখানে আছেন।
| 1 |
নারী উদ্যোক্তারা নিজ কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও জীবিকার সুযোগ করে দিচ্ছে এবং জাতীয় আয়ে অবদান রাখছে।
| 1 |
আপুমণির বিকিনি পরা ছবি চাই।
| 2 |
ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের যথাযথ যত্নের প্রয়োজন।
| 0 |
অনেক ধরনের প্রশ্ন আসতে পারে।
| 0 |
মেয়েরা সিচুয়েশন ভালো বোঝে নাহ।
| 2 |
মেয়েরা পড়াশোনা করবে, সমস্ত রকম শিক্ষায় নিজেকে সুগঠিত করবে, নিজের যত্ন নেবে। এটা তাদের অধিকার
| 1 |
নারী-পুরুষ সমান অধিকার চাই না,
| 2 |
মেয়েরা যখন কেরিয়ার দিকে ফোকাস দেয় তখন তার সাংসারিক দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করে না
| 2 |
মরে গিয়েও সে সৌভাগ্যবতী। জান্নাতি নারী মাশা আল্লাহ।
| 1 |
আর এই ট্রিপ থেকেই তারা ফোরওশান প্রতিষ্ঠা করার বুদ্ধি পান।
| 0 |
সংগঠনগুলোর বিভিন্ন নেটওয়ার্ক ও জোটবদ্ধ কর্মসূচির পাশাপাশি সরকারের পক্ষ থেকেও মাসিক স্বাস্থ্যের প্রসারে বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং সেগুলোতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়।
| 1 |
লিঙ্গ বৈষম্য দূরীকরনেও রয়েছে ক্রীড়ার ভূমিকা।
| 0 |
বর্তমানে গ্রামাঞ্চলের পুরুষরা অধিক উপার্জনের আশায় শহরকেন্দ্রিক বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার কারণে তাদের পারিবারিক কার্যাবলী নির্বাহ করার পাশাপাশি খাদ্য ও সামগ্রিক চাহিদা পূরণের জন্য নারীদের বিভিন্ন ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে হচ্ছে।
| 1 |
এটা শুনে আরিফ বেশ বিভ্রান্ত হন, তিনি সবসময় জেনে এসেছেন তীর ছোঁড়ার সময় বৃদ্ধাঙ্গুলি দিয়েই ধরতে হয়।
| 0 |
নিজের লেভেলের কাউকে খুঁজেন।সুখ, শান্তি দুইটাই থাকবে!
| 0 |
পুরুষতান্ত্রিক মানসিকতার বদল ঘটাতে হবে। তাহলেই নারীর ক্ষমতায়ন, নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার বিষয়গুলো লক্ষ্যের দিকে অগ্রসর হবে
| 1 |
এইসব ইউজ করা মাইয়া যেন আল্লাহ কোনো দ্বীনদার ছেলের কপালে না দেয়
| 2 |
নারী শিক্ষা অর্থনৈতিক যে সমস্ত বাধাগুলি পরিলক্ষিত হয়, তা হল –
পিতা-মাতার দারিদ্রতা।
শিশুশ্রম। অর্থাৎ অর্থনৈতিক বাধার ফলে ১৮ বছরের কম বয়সী মেয়েরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করে। সেই জন্য তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়।
অর্থনৈতিক বৈষম্য। যেটি সমাজের ক্ষেত্রে জ্বলন্ত সমস্যা।
| 1 |
আপনি তো বিয়ে করারই উপযুক্ত না
| 0 |
যে মহিলাদের চুলকাইতেসে এরা জীবনেও নিজেরে মুক্ত মনে করে নাই, একটা প্রোডাক্ট হয়ে থেকে গেল
| 2 |
সর্বোপরি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা ধর্ষণকে রুখে দিতে পারে
| 1 |
স্বামী যখন চাকরি করেই,তোমার কি দরকার চাকরি করা,এত টাকা দিয়ে কি করবা,সংসারে মন দাও
| 2 |
মানসিক রোগীরা কখনো আইডেনটিফাই করতে পারে না যে সে পাগল।
| 0 |
রিলেশন ছাড়া কোন মেয়ে আছে জাহাঙ্গীর নগর বিশব্বিদ্যালয়ে৷ রিলেশন করবে এক জনের সাথে আর বিয়ে করবে আরেক জনের সাথে
| 2 |
চাদপুরের মেয়ের মধ্যে ঘাপলা আছে
| 2 |
তবে দল হিসেবে খেলার পাশাপাশি যদি কোনো খেলোয়াড় একক নৈপুণ্য প্রদর্শন করতে পারেন, তাহলে জয় পাওয়াটা খুবই সম্ভব।
| 0 |
কোনো ধর্মনিরপক্ষ বা সেক্যুলার মেয়ে দেনমোহর পাওয়ার যোগ্যতা রাখে না।
| 2 |
সমাজে নারীর ক্রমাগত অবদান সামগ্রিকভাবে সমাজকে আলোকিত করার জন্য স্পষ্টভাবে প্রতীয়মান
| 1 |
প্রত্যেক নারী, শিশু-নাগরিকের জীবনের সুরক্ষা নিশ্চিত করা প্রশাসন তথা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব
| 0 |
পুরুষ যখন জীবন সংগ্রামে ক্লান্ত তখন নারীই তাকে পুনরায় শক্তি সঞ্চয়ে সহযোগিতা করে
| 1 |
ডিভোর্সি মেয়ে বিয়ে করা উচিত নাহ।
| 2 |
কিন্তু, তবুও নানা জিনিসে দক্ষতা অর্জনের জন্য তা পর্যাপ্ত নয়।
| 0 |
সালি যারা এইগুলা কয় তারা উচ্চ মানের পতিতা
| 2 |
আকাশে উড়ে গেলে তো পাখি শিকারীরা পাখি ভেবে গুলি করবে। তার চেয়ে নারীদের মাটিতেই থাকা ভালো।
| 2 |
কি দরকার ছিলো এইসবের এই মোটা শরীর নিয়া
| 2 |
নারী যেখানে থাকে, সেখানে সমাজের উন্নতি এবং প্রগতি অবদান রয়েছে
| 1 |
নেশাখোর বিয়ে করার চেয়ে আজীবন বিয়ে না করা বেটার
| 0 |
ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি, কথাটা সত্যি।
| 2 |
সন্তান পরিচর্যা কেবল মায়ের দায়িত্ব
| 2 |
খুজ করে দেখুন,,সব কটা নারি, পতিতা, আইনের আওতায় আনা হুক
| 2 |
নারীদের মধ্যে কোনো অহংকার থাকে না।
| 1 |
কিন্তু এরকম ক্ষেত্রে ভুয়া খবর যাচাই করে সেটির সত্যতা সম্পর্কে মানুষকে জানানো হবে কীভাবে?
| 0 |
মেডিকেলে পড়ে আবার ভূতে ভয় পায় হোয়াট এ কথাবার্তা
| 0 |
তাকে যে মোবাইল সিমকার্ড জোগান দিত, সেই দোকানদারকেও পুলিশ আটক করেছে।
| 0 |
ডেলটা ওয়েভ ডেলটা হচ্ছে মগজের সবচেয়ে ধীরগতির ব্রেইনওয়েভ।
| 0 |
ঘরে-বাইরে সবখানেই নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন।
| 1 |
সবাই নারীর ক্ষমতায়নে তাদের আর্থিক কর্মকাণ্ড এবং ব্যবসা পরিচালনার পথ সুগম করার প্রয়োজনীয়তার কথা বলছেন। কিন্তু আজও শহুরে অনেক নারী উদ্যোক্তাই ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ যথাসময়ে না পাওয়ার কারণে তাদের ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসা উদ্যোগকে এগিয়ে নিতে পারছেন না।
| 1 |
তাই সবার উচিত বাস্তবতাকে মেনে নিয়ে দালালদের প্ররোচনা থেকে দূরে থাকা।
| 0 |
মেয়েরা জব করে শুধু নিজের শখ পূরণ করার জন্য,
| 2 |
ভালো মানুষদের কপালেই খালি খাইস্টা কেন জুটে?
| 0 |
নারী রাইডারদের ক্ষেত্রে অ্যাপসের বাইরে কোনো রাইড না দেয়া বা রাইডে না চড়ারও পরামর্শ দেন
| 1 |
মা যে আমার কাছে কতটা ভালোবাসার ও কতটা আপন তাও লিখে শেষ করবার নয়।
| 1 |
চলুন দেখা যাক আর্জেন্টিনার সাতটি ফাইনালের দুঃখগাথা।
| 0 |
এই স্টাইলটা তো জনি সিং এর স্টাইল, তুমি শিখলা ক্যামনে বইন??
| 2 |
গর্ভবতী মায়ের জন্য এই সময়টায় একেবারেই চিন্তামুক্ত রাখতে হবে।
| 1 |
সকল মানুষের মৌলিক কর্মসংস্থানের অধিকার;
| 0 |
গরিবরা এতে উপকৃতও হবে কিন্তু মানবিক দিক থেকে এটা কতটুকু ঠিক তা নিয়ে একটু সন্দেহ আছে।
| 0 |
মেয়েমানুষ খাইতে গেলে বিল দেয় নাহ।
| 2 |
কারন ধর্ষন আর নির্যাতনের মামলা বেশিরভাগ হয়রানির উদ্দেশ্য করে, বিশেষ করে ধর্ষন মামলা, নিজের ইচ্ছে সব কিছু করে কোন কারণে মনোমালিন্য হলে ফাসিয়ে দিতে করে মামলা।
| 2 |
নিজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা একটা মেয়ের অধপতনের বড় কারণ।
| 2 |
মেয়েরা সমানভাবে হাল ধরতে পারে না
| 2 |
তারা বলেছেন, একজন নারী যখন ধর্ষণ বা যৌন হয়রানির অভিযোগ তোলেন, তখন তার মামলা করা থেকে শুরু করে তদন্ত এবং বিচার-প্রতিটি ক্ষেত্রেই সেই নারীকে সন্দেহ বা অবিশ্বাস করা হয়। সেটাকে বিশেষজ্ঞরা বড় গলদ হিসাবে দেখেন।
| 1 |
মেয়েরা ভালো পড়াইতে পারে নাহ।
| 2 |
সেখানে তারা দেখছে যে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সঙ্কট চলছে।
| 0 |
রঙের চেয়ে স্কেচ করা ছবিকে বাস্তবিক করা বেশি সহজ।
| 0 |
মায়ের সাথেই আমাদের অন্তরঙ্গতা,বন্ধুত্ব বেশি থাকে।
| 1 |
বসবাস করে বাংলাদেশে,চলাফেরা করে আমেরিকান স্টাইলে,আর ধ'র্ষি'ত হলে বিচার চায় সৌদিআরবের মতো।কেমনে সম্ভব?
| 2 |
কেউ খেয়ে দিয়ে চলে গেলে মেয়েমানুষ মানুষের কাছে বিচার চাইতে এসোনা
| 2 |
অধিকাংশ মেয়েদের কাছেই পুরুষদের পাস্ট ম্যাটার করে না। বরং অনেক মেয়ে পুরুষদের পাস্ট থাকাকে ম্যাচিউরিটি হিসেবে নেয়।
| 2 |
নারী অগ্রসর হচ্ছে, কিন্তু সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি নারীকে অধস্তন করে রাখছে
| 1 |
খালাম্মা এই বয়সে আর কত !!!
| 2 |
শহরের খালগুলো দিয়ে একস্থান থেকে অন্য স্থানে খুব জলদি যাতায়াত করা যেত।
| 0 |
নিকাব পড়ে মেয়ে ডাক্তারি পড়তে পারবে না।
| 2 |
তবে শুনতে চমৎকার শোনালেও এই সোশ্যাল ক্রেডিট সিস্টেম নিয়ে আছে অনেক আশংকাও।
| 0 |
ফলে একসময় পাখার তাপ ও চাপ ধারণ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং পুরো পাখাসহ মহাকাশযানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
| 0 |
নারীর প্রতি দলবদ্ধ অপরাধ ও সহিংস আচরণের নেপথ্যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও কাজ করে।
| 1 |
আপনি তো চ্যাল চ্যালায়ে বেহেশতে যাবেন মিয়া।
| 0 |
সম্রাজ্যবাদীদের হাতিয়ার হচ্ছে নারীবাদ।
| 2 |
শেষ জামানায় এমন এক শ্রেণির মেয়ে আসবে, যাদেরকে শিকল দিয়েও ঘরে আটকে রাখা যাবে না।
| 2 |
কোন মেয়ে তার নিজের বিয়ে নিয়ে কথা বলতে গেলে যতটা অনুতপ্ত হতো। এখনকার মেয়েরা সতিত্ব বিলিয়ে দিয়েও ততটা অনুতপ্ত হয় না।(
| 2 |
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা দেশের লাল-সবুজ পতাকাকে করে দিয়েছে এক অনন্য স্থান।
| 1 |
দুই বছর থাইকা খাইয়া পইড়া, এখন ও ভালো লাগে না
| 0 |
ছেলে-মেয়ে একসাথে বারে গিয়ে ড্রিংক করবে,ওপেন মেলামেশা করবে। বাড়ি ফেরার সময় টাকা বন্টনে সমস্যা হলে ধর্ষন মামলা দিবে। কোর্ট বলবে ভিক্টিম নিয়ে কোন প্রশ্ন হবে।পুরুষটার ফাঁসি হবে।এভাবে পতিতা-দের কাছে হেরে পুরুষ জাতি।
| 2 |
কোন মা যখন দুহাত তোলে স্রষ্টার কাছে তাঁর সন্তানের জন্য দোয়া করে সে সন্তান সেরা হবেই।
| 1 |
ডিভোর্সটা শুধু নারীর ক্ষেত্রে,,পুরুষের কোন ব্যার্থতা নেই
| 2 |
নারী যখনই মেধা ও কর্মের মাধ্যমে উচ্চতর অবস্থানে পৌঁছাতে চান, তখনই তা পুরুষতান্ত্রিক সমাজে নারীর কাছে পুরুষের এক ধরনের হেরে যাওয়া বলে বিবেচিত হয়।
| 1 |
তাই সবদিকে তাদের লাভই বেশি।
| 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.