article
stringlengths 20
489
| summary
stringlengths 11
85
|
---|---|
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যন্ড টেকনোলজির আইইউবিএটি প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমউল্যাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।
|
আলিমউল্যাহ মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
|
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ও নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন গ্রামের তিন কৃষকের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরও একজন।
|
বজ্রপাতে হবিগঞ্জে ৩ কৃষকের মৃত্যু
|
শুরুতে দুবার বল জালে পাঠিয়ে আতলেতিকো মাদ্রিদ নাটকীয় প্রত্যাবর্তনের আভাস জাগালেও করিম বেনজেমার অসাধারণ নৈপুণ্যে বিরতির আগেই মূল্যবান অ্যাওয়ে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের এই স্ট্রাইকারের পার্থক্য গড়ে দেওয়া পারফরম্যান্সে বিস্মিত কোচ জিনেদিন জিদান।
|
বেনজেমা জাদুতে বিস্মিত জিদান
|
ভোটের আগে আগামী বছরের বাজেটে রাজস্ব আহরণের জন্য চাপাচাপি করতে যে পারবেন না, তা বুঝে এবারই তা করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
|
যা কিছু চাপাচাপি, এবারের বাজেটেই: অর্থমন্ত্রী
|
নির্মাতা সুভাষ ঘাইয়ের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে নেপালি অভিনেত্রী মনীষা কৈরালার। ১৯৯১ সালে এ পরিচালকের সওদাগর ছবির মাধ্যমে বলিউডে আসেন মনীষা। এনেই জায়গা করে নেন দর্শক হৃদয়ে। এরপর হঠাত করেই হারিয়ে যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে অভিনয়ে ফিরেছেন তিনি।
|
আজ আমি জানি জীবনের মানে কী: মনীষা
|
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাত নিয়ে আরও বিস্তারিত তদন্ত চেয়েছিলেন।
|
রাশিয়া নিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছিলেন কোমি
|
ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকরকে এক নামেই চেনে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট দুনিয়ায় মাস্টার ব্লাস্টার খ্যাত এ তারকার জীবন নিয়ে তৈরি করা হয়েছে শচীন অ্যা বিলিয়ন ডলার ড্রিম ছবিটি। এতে শচীনকে নিয়ে গাওয়া হয়েছে শচীন সংগীত শিরোনামের একটি গান। গানটির সুরারোপ করেছেন অস্কারজয়ী সঙ্গীতায়োজক এ আর রাহমান।
|
ইন্টারনেটে ঝড় তুলছে শচীনকে নিয়ে এ আর রাহমানের গান
|
ম্যাচের শুরুতেই দুই গোল আতলেতিকো মাদ্রিদের। আরেকটি হলেই দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা চলে আসতো। ওই অবস্থায় হতে পারতো অনেক কিছুই। তবে মার্সেলো জানিয়েছেন, দুই গোলে পিছিয়ে পড়ার পরও ভয় পায়নি রিয়াল মাদ্রিদ।
|
ভীত ছিল না রিয়াল
|
শুক্রবার বিকেলে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।
|
শুক্রবার বিকেলে মিশাজায়েদের শপথ
|
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে হত্যা সন্দেহে স্বামীকে আটক করেছে পুলিশ।
|
গাজীপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু, হত্যা সন্দেহে স্বামী আটক
|
মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু হলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুস তারকা গনসালো হিগুয়াইনকে সামান্য ছাড়ও দিবেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস।
|
হিগুয়াইনকে একটুও ছাড় দিব না: রামোস
|
রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবিব।
|
রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপে নিযুক্ত দূতের সাক্ষাৎ
|
সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগপন্থি শিক্ষকদের নীল দল একই দিনে পৃথক দুটি প্যানেল জমা দিয়েছে তাদের দুই পক্ষ।
|
সিনেট নির্বাচন নিয়ে ঢাবি নীল দলে বিভক্তি
|
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন ২০৩০কে ফাঁকা বুলি ও অর্থহীন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, ডাকাতের কাছ থেকে তিনি দেশ গড়ার প্রস্তাব শুনতে চান না।
|
ডাকাতের কাছ থেকে দেশ গড়ার প্রস্তাব চাই না: ইনু
|
রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
|
জঙ্গি হামলায় ফায়ারম্যান নিহতের ঘটনা তদন্তে কমিটি
|
টাঙ্গাইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পিকআপচালকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন চালকের সহকারী।
|
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকের মৃত্যু
|
নগরীর নানা সদস্যা দূর করার পদেক্ষপ নিলেও তাতে কাজ না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ বিষয়ে নগরবাসীকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
|
নগরবাসীকে সচেতন করতে সাংবাদিকদের সহায়তা চাইলেন নাছির
|
বল হাতে কম জয় এনে দেননি তাইজুল ইসলাম। দলের ভীষণ প্রয়োজনের সময় এবার জ্বলে উঠলেন ব্যাটিংয়েও। তার অলরাউন্ড নৈপুণ্যে পারেটেক্সের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে মোহামেডান।
|
মোহামেডানের জয়ের নায়ক ব্যাটসম্যান তাইজুল
|
ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক দেওয়ার বিতর্কিত প্রথা নিয়ে শুনানি শুরু করেছে।
|
তিন তালাক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি
|
বার্সেলোনায় আট বছর কাটানোর পর ইউভেন্তুসে প্রথম মৌসুমেই দলটির খেলার ধরনের সঙ্গে দানি আলভেস যেভাবে মানিয়ে নিয়েছেন তাতে মুগ্ধ ক্লাব সতীর্থ লিওনার্দো বোনুচ্চি। ইতালির এই ডিফেন্ডারের মতে, আলভেস ক্লাবে অভিজ্ঞতা ও উদ্দীপনা বয়ে এনেছেন।
|
ইউভেন্তুসে অভিজ্ঞতা ও উদ্দীপনা এনেছে আলভেস
|
খালেদা জিয়ার ভিশন ২০৩০ আওয়ামী লীগের রূপকল্প ২০২১ থেকে চুরি করে তৈরি বলে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পুরোটাই উদ্ভাবনের ফসল বলে দাবি করেছে বিএনপি।
|
নকল নয়, সব আমাদের উদ্ভাবন: বিএনপি
|
বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।
|
রোহিঙ্গাদের ফিরিয়ে নিন, মিয়ানমারকে রাষ্ট্রপতি
|
জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এই মাসেই রায় ঘোষণা হতে পারে বলে বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা করছেন।
|
জেএমবির সাইদুরের বিরুদ্ধে রায় হতে পারে এ মাসেই
|
রাজধানীর খিঁলগাও এলাকায় অষ্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশিকে হুমকি দিয়ে তার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
|
প্রবাসীর পরিচয়পত্র ছিনতাইয়ের অভিযোগ নিচ্ছে না খিঁলগাও পুলিশ
|
পঞ্চগড় সদর উপজেলায় ১১ লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র্যাব।
|
পঞ্চগড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ একজন আটক
|
আয়ারল্যান্ডের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, প্রতিপক্ষ নয়, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইরিশ কন্ডিশন।
|
কন্ডিশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মাশরাফি
|
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান।
|
ইউসিবির নতুন চেয়ারম্যান রুকমীলা জামান
|
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ।
|
ইসলামী ব্যাংক থেকে পদত্যাগের জন্য হুমকি ভাইস চেয়ারম্যানকে
|
ভারতীয় সিনেমার হিসেব বদলে দেয়া ছবি বাহুবলীটু। সর্বপ্রথম ভারতীয় ছবি হিসেবে হাজার কোটি আয় কর সবাইকে চমকে দিয়েছে এসএসরাজামৌলির এ ছবিটি। তবে ব্যয়বহুল এ ছবির জন্য কলাকুশলীদের পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চমকে যাবে সবাই
|
বাহুবলীটুয়ে কার আয় কত?
|
শুক্রবার সারাবিশ্বে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত সিনেমা কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড। একইদিনে বাংলাদেশের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
|
ঢাকায় কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড
|
চীনা বক্সঅফিসে জয়জয়াকার আমির খানএর সিনেমা দঙ্গলএর। মুক্তির ছয় দিনের মাথায় দেশটির শীর্ষ আয়ের ছবির তালিকায় জায়গা করে নিলো নিতেশ তিওয়ারির এ ছবিটি।
|
চীনে আয়ের শীর্ষে দঙ্গল
|
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়েইন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু করেছেন।
|
উ কোরিয়া সঙ্কট: সংলাপ, নিষেধাজ্ঞা দুইই চায় দক্ষিণ কোরিয়া
|
মুসলমানদের মধ্যে বিভক্তির অবসান ঘটিয়ে সংঘাত বন্ধে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
মুসলমানদের বিভক্তি দূর করায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
|
শপথ নিতে গিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলর।
|
শপথ নিতে গিয়ে কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর গ্রেপ্তার
|
পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় এক কলেজছাত্রকে ব্লেড দিয়ে কেটে আহত করার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
|
পিরোজপুরে ধর্ষণচেষ্টায় বাধা দিয়ে কলেজছাত্র ব্লেডে জখম
|
রাজনৈতিক দল ও সরকার চাইলে একাদশ সংসদ নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
|
সবাই চাইলে আগামী নির্বাচন ইভিএমে: সিইসি
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের প্রধান আসামি সাফাত আহমেদকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
|
বনানীর ধর্ষণের আসামি সাফাত ও সাদমান গ্রেপ্তার
|
রেসলিংএর রিং থেকে রূপালি পর্দায় পদার্পনের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে চাওয়ার আকাঙ্খা ব্যক্ত করলেন ডোয়েইন জনসন, যিনি দ্য রক নামে বেশি পরিচিত।
|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান দ্য রক
|
ইসলামী ব্যাংককে রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহারের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেছেন, তাকে পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের জন্য হুমকিও দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ফেইসবুকে আসা তার পূর্ণাঙ্গ বিবৃতি পাঠকদের জন্য প্রকাশ করা হল।
|
সৈয়দ আহসানুল আলম পারভেজের পূর্ণাঙ্গ বিবৃতি
|
ঢাকার সাভার উপজেলায় হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধন করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।
|
হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধনে অতিরিক্ত ডিআইজি
|
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে নেতা কিম জংউনকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করার পর এবার এ চক্রান্তে জড়িত সন্দেহভাজনদের হস্তান্তরের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া।
|
কিমকে হত্যার চক্রান্তকারীদের হস্তান্তর দাবি উ কোরিয়ার
|
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশেবিদেশে হওয়া ব্যবসায়িক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
|
দিলদারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে শুল্ক গোয়েন্দারা
|
বনানীর হোটেলে দুই তরুণীকে ধর্ষণের আসামি নাঈম আশরাফ বা হাসান মোহাম্মদ হালিমের সঙ্গে যাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, তারাও শাস্তি চেয়েছেন এই যুবকের।
|
যাদের সঙ্গে ছবি, নাঈমের শাস্তি চান তারাও
|
জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ৬ নম্বর গ্রুপ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও ৮ নম্বর গ্রুপ থেকে বাংলাদেশ পুলিশ কোয়ার্টারফাইনালে উঠেছে।
|
জাতীয় হকির সেরা আটে বিকেএসপি ও পুলিশ
|
শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউ ভর্তি করা হয়েছে।
|
শিল্পী মুর্তজা বশীর আইসিইউতে
|
প্রধান কার্যালয়সহ সারা দেশের ১০৩টি শাখায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ষোড়শ বছর উদযাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
|
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৬ বছর উদযাপন
|
উচ্চ সুদ হার নিয়ে ব্যাপক অভিযোগের মধ্যে ক্রেডিট কার্ডে সুদের হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
|
ক্রেডিট কার্ডের সুদের হার বেঁধে দেওয়া হল
|
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত।
|
শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে আদালতের অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা
|
বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফেইসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে।
|
টাকার জোরে যেন পার না পায়: সাফাত গ্রেপ্তারে ফেইসবুক প্রতিক্রিয়া
|
ঢাকার সদরঘাটের ইস্টবেঙ্গল মার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
|
সদরঘাটে মার্কেটে অগ্নিকাণ্ড
|
সেল্তা ভিগো বাধা পেরিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা নির্ধারণী ম্যাচে জোসে মরিনিয়োর দলের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স।
|
ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডআয়াক্স
|
ইউনুস খানকে ফিরতে হয়েছে দ্রুত। তবে ভীষণ মন্থর শুরু করা মিসবাহউলহক পেয়েছেন অর্ধশতক। তাদের বিদায়ী টেস্টে আলো ছড়ানো আজহার আলি পেয়েছেন শতক।
|
আজহারের শতক, বিদায়ী টেস্টে মিসবাহর অর্ধশতক
|
রাতের বিরতির পর অপারেশন সান ডেভিল এর দ্বিতীয় পর্যায়ে বোমা নিষ্ক্রিয়কারী দল প্রবেশ করেছে রাজশাহীর গোদাগাড়ীর জঙ্গি আস্তানায়।
|
গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দল
|
একজনের ছাগল আরেকজনের ক্ষেতের পাট গাছ খাওয়া নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে সালিশ চলার সময় হামলায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।
|
ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সালিশে হামলা, নিহত ১
|
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে বাধার মুখে পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত হয়েছে।
|
আসামি ধরতে গিয়ে পুলিশের গুলি, স্কুলছাত্র আহত
|
ফেইসবুক কর্তৃপক্ষকে থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনামূলক সব ধরণের পোস্ট সরিয়ে নিতে বলা হয়েছে, নতুবা আইনী ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে থাই সরকার।
|
ফেইসবুককে রাজতন্ত্র বিরোধী পোস্ট সরাতে বলেছে থাই সরকার
|
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অপারেশন সান ডেভিল এর দ্বিতীয় দিনে জঙ্গি আস্তানার ভেতরে ১১টি বোমা ও একটি পিস্তল পাওয়া গেছে।
|
গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় ১১টি বোমা, পিস্তল
|
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
|
তিস্তায় নেমে শিশু নিখোঁজ
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেটে গ্রেপ্তার করার পর ঢাকায় নিয়ে আসা হয়েছে।
|
বনানীর ধর্ষণের আসামি সাফাত ও সাদমান ডিবি কার্যালয়ে
|
জিকা ভাইরাস নিয়ে দেশব্যাপী জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে ব্রাজিল সরকার।
|
জিকা ভাইরাস: ব্রাজিলের জরুরি অবস্থা উঠল
|
ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন চিত্রশিল্পী মুর্তজা বশীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
|
শিল্পী মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে
|
খাগড়াছড়ি সদর উপজেলার এক বাড়িতে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন।
|
খাগড়াছড়িতে বাড়িতে হামলা চালিয়ে বাবাছেলেকে হত্যা
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে পুলিশ।
|
ধর্ষণের আসামি সাফাত ও সাদমানকে রিমান্ডে চায় পুলিশ
|
ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরার নদী সীমান্তবর্তী এলাকা থেকে আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
|
অবৈধভাবে সীমান্ত পার, সাতক্ষীরায় আটক ৮
|
চট্টগ্রামে একটি গার্মেন্ট কারখানার তুলার গুদাম আগুনে পুড়ে গেছে।
|
চট্টগ্রামে পুড়েছে তুলার গুদাম
|
মিয়ানমারের ইয়ানগুনে মুসলিমদের উপর হামলার পর সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে বৌদ্ধ সম্প্রদায়ের সাত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
|
রোহিঙ্গা নিপীড়ন: মিয়ানমারে ভিক্ষুসহ সাতজনকে গ্রেপ্তারে পরোয়ানা
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার গ্রেপ্তার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পাওয়ার কথা বলেছে পুলিশ।
|
দুই ছাত্রীকে ধর্ষণ: অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ
|
চুয়াডাঙ্গায় সদর উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
|
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
|
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক জঙ্গি আস্তানা ঘিরে প্রায় দেড় দিন ধরে পুলিশের অপারেশন সান ডেভিল এর সমাপ্তি হয়েছে ছয়জনের মৃত্যু আর বোমাপিস্তল উদ্ধারের মধ্য দিয়ে।
|
অপারেশন সান ডেভিল শেষ, মিলেছে বোমা ও পিস্তল
|
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ৬ প্রবাসী সমাজকর্মী, রাজনীতিক ও ব্যবসায়ীকে সম্মাননা দিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব।
|
৬ প্রবাসীকে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মাননা
|
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও পাঠভ্যাস চালু করতে উদ্বোধন করা হয়েছে বাংলা লাইব্রেরি।
|
দুবাইয়ে বাংলা লাইব্রেরির যাত্রা
|
তামিম ইকবালমাহমুদউল্লাহর দারুণ জুটি থামানো বৃষ্টির বাধায় ভেসে গেছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশআয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে।
|
ভেসে গেল বাংলাদেশআয়ারল্যান্ড ম্যাচ
|
রাশিয়ার সঙ্গে তার প্রচারশিবিরের আঁতাত নিয়ে তদন্ত করছিলেন বলে জেমস কোমিকে বরখাস্ত হতে হয়েছে এমন দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, সাবেক এফবিআই পরিচালক নিজেকে জাহির করতেন।
|
এফবিআই আমাকে নিয়ে তদন্ত করছে না: ট্রাম্প
|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িমন্দিরে হামলার হোতা হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আঁখি জামিনে কারামুক্ত হয়েছেন।
|
নাসিরনগর হামলার হোতা আঁখি জামিনে মুক্ত
|
নিয়োগকারী প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে হ্যাকিংয়ের দায়ে সাবেক নিরাপত্তা কর্মকর্তাকে ৩১৯০০০ মার্কিন ডলার জরিমানা করেছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত।
|
পারিশ্রমিক বাড়াতে অফিস সার্ভারে হ্যাকিং
|
গির্জায় পোকিমন গো খেলার দায়ে এক রুশ ব্লগারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
|
গির্জায় তিনি পোকিমন গো খেলছিলেন
|
আমেরিকান কম্পিউটার নেটওয়ার্কে হামলায় রুশভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি ল্যাবস ব্যবহার করা হতে পারে মার্কিন সিনেটররা এমন উদ্বেগ প্রকাশ করেছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি কংগ্রেসনাল কমিটিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেন, তারা এই সফটওয়্যারের সরকারি ব্যবহার যাচাই করছেন।
|
ক্যাসপারস্কি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
|
আমরা জার্মানিতে এসেছি ১৯৭৭ সালে। এরপর ১৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আমরা ছিলাম ফ্রাঙ্কফুর্ট শহরে। আর তাই ফ্রাঙ্কফুর্ট সেন্ট্রাল স্টেশনের আশপাশের জায়গাগুলোর সাথে মোটামুটি পরিচিত হয়ে উঠছিলাম।
|
জার্মানিতে ৪০ বছর: সস্তার বাজারে মুরগির পার্টস কেনা
|
নানা প্রতিবন্ধকতার মধ্যেও উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনের বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স।
|
বাংলাদেশের এগিয়ে চলার কাহিনী হার্ভার্ডে
|
যশোরের ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ পাওয়া গেছে, কথিত প্রেমিকের হাতে যিনি খুন হন বলে ধারণা করা হচ্ছে।
|
ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদকে ছয় দিন ও তার সহযোগী সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
|
দুই ছাত্রীকে ধর্ষণ: সাফাত ৬, সাদমান ৫ দিনের রিমান্ডে
|
ঘুম থেকে উঠেই কর্মব্যস্ত জীবন শুরু। তাই সকালবেলা তাড়াহুড়া লেগেই যায়। সুন্দর গোছানো সকাল শুরু করার জন্য আগের রাত থেকেই প্রস্তুতি নিন।
|
চাপ মুক্ত সকালের ৫ উপায়
|
ইতালির রোমে একটি ডাকঘরের কাছে জোড়া বোমা বিস্ফোরণ হয়েছে।
|
রোমে জোড়া বোমা বিস্ফোরণ
|
আর্জেন্টিনার সাবেক কোচ এদগার্দো বাউসা সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন। তার অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ক্ষীণ হয়ে যাওয়া সম্ভাবনা জাগিয়ে তুলতে চায় দলটি।
|
আরব আমিরাতের কোচ বাউসা
|
যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি তথ্য ও প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিরা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।
|
যুক্তরাষ্ট্রে তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশিদের সাফল্য
|
তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিতরণ লাইনের ছিদ্রপথে গ্যাস বের হয়ে গাজীপুরের কালিয়াকৈরে একটি স্থানে বছরে পাঁচছয়বার আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
|
তিতাসের গাফিলতিতে বার বার অগ্নিকাণ্ড
|
সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমেছে বলে আগামী নির্বাচনে কারচুপির দুরভিসন্ধি থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করতে চায় বলে সন্দেহ করছে বিএনপি।
|
ইভিএমে সরকারের দুরভিসন্ধি দেখছে বিএনপি
|
দিনাজপুরে ধানক্ষেত থেকে রেলওয়ের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
|
দিনাজপুরে রেলওয়ের নিরাপত্তাকর্মীর লাশ
|
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ।
|
ধর্ষণের প্রতিবাদে লন্ডনের গণজাগরণ মঞ্চ
|
একটু আগেও খটখটে রোদ ছিল। এখন অঝোর ধারায় বৃষ্টি। সে বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিচ্ছে আমাদের। বেত আর পলিথিনের তৈরি চালের ফুটা বেয়ে টপটপিয়ে পড়ছে পানি। আমরা পাঁজনের দল গা ঘেঁষে তাকিয়ে আছি দূরে। যেখানে রৌদ্র খেলা করছে পাহাড়ের গায়ে।
|
লোভা নদীতে একদিন
|
চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে সাত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
|
চাঁপাইনবাবগঞ্জে ৭ জেএমবি গ্রেপ্তার
|
ঢাকার আশুলিয়ার একটি বাগানবাড়ির পরিত্যক্ত কুয়া থেকে দুই দিন ধরে নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
|
আশুলিয়ায় কুয়ায় যুবকের গলাকাটা লাশ
|
স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছে প্রিঅর্ডার করা ফ্ল্যাগশিপ ডিভাইসের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস৮ এবং এস৮+।
|
দেশের বাজারে গ্যালাক্সি এস ৮
|
ভিশন ২০৩০ উপস্থাপনের ছলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে মনে করেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।
|
খালেদার ভিশন ২০৩০ ভোটে নামার ছল: কামরুল
|
বরখাস্ত এফবিআই প্রধান জেমস কোমিকে আক্রমণ করে কথা বলে শীর্ষ মার্কিন সিনেটররাসহ গোয়েন্দা সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবের কাছ থেকেও বিরোধিতার সম্মুখীন হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
|
বিরোধিতার মুখে ট্রাম্প, রাশিয়া নিয়ে জোর তদন্ত চালাবে এফবিআই
|
প্রতিষ্ঠানের মূল নাম, লোগো আর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে ফিশিংয়ের চেষ্টা বেড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক।
|
ব্যাংক অফ ফ্রান্সএর সতর্কতা জারি
|
উইন্ডোজ ১০এর অ্যাপ মার্কেট উইন্ডোজ স্টোরএ লিনাক্স অপারেটিং সিস্টেমের তিনটি বিনামূল্যের সংস্করণ উবুন্তু, সুসি আর ফেডোরা আনার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।
|
উইন্ডোজ স্টোরে লিনাক্স
|
পদ্মা সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
|
পদ্মা সেতুর অগ্রগতি ৪৩ শতাংশ: সেতুমন্ত্রী
|
ক্ষমতা হস্তান্তরে আদালতের অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা সত্বেও শুক্রবার বিকেল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন রুমে অনুষ্ঠিত হলো নবনির্বাচিত শিল্পী সমিতির শপথ অনুষ্ঠান।
|
অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা সত্বেও অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির শপথ গ্রহণ
|
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে দলটির কোচ জিনেদিন জিদানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাওলো দিবালা। ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, ফরাসি কিংবদন্তির সঙ্গে খেলতে পারলে দারুণ হতো।
|
জিদানের সঙ্গে খেলতে পারলে দারুণ হতো: দিবালা
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.