source
stringlengths 10
938
| target
stringlengths 13
658
|
---|---|
তাদের মুখ একটু চ্যাপ্টা এবং ঘাড়টা ছোট। | তাদের মুখ সামান্য সমতল এবং তাদের গলা ছোট। |
বিভিন্ন বয়সী মানুষের বিভিন্ন কারনে ঠান্ডা লাগতে বা সর্দিজ্বর হতে পারে, তবে সাধারণ সর্দির ক্ষেত্রে প্রায় সব বয়সী মানুষেরই উপসর্গ একইরকম হয়ে থাকে। | বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কারণে ঠান্ডা বা ঠান্ডা জ্বরে আক্রান্ত হতে পারে, কিন্তু সব বয়সের অধিকাংশ মানুষই সাধারণ ঠান্ডার ক্ষেত্রে একই লক্ষণ অনুভব করে থাকে। |
দেশে কওমী মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান ছিলেন আহমদ শফী। | আহমদ শফী ছিলেন দেশের কওমী মাদ্রাসাসমূহের বৃহত্তম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। |
বিষয়টি শেষ পর্যন্ত আদালত অবধি গড়ায়। | শেষ পর্যন্ত বিষয়টি আদালতে উত্থাপিত হয়। |
পাশে একটি মোটা কাগজের তৈরি নোটপ্যাড ছিলো। | এছাড়া কাগজে তৈরি মোটা কাগজের নোটপ্যাডও ছিল। |
বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দেয়, বাচ্চাদের ক্লাসে পাঠানোর চেয়ে ঘরে রাখাই সবার জন্য ভালো। | স্কুল কর্তৃপক্ষ বাবামাদের জানায় যে, সন্তানদের ক্লাসে পাঠানোর পরিবর্তে ঘরে রেখে দেওয়া সবার জন্য ভাল। |
বাস্তব জগতে কি তবে ভয়াবহ কিছু অপেক্ষা করছে? | প্রকৃত জগতে কি এমন ভয়ানক কিছু রয়েছে, যা অপেক্ষা করছে? |
পরবর্তীকালে তিনি এ নিয়ে একটি বইও লেখেন। | পরে তিনি এ বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন। |
নিজ শহর রক্ষায় কাতেরিনা দৃঢ়প্রতিজ্ঞা ছিলো এবং যুদ্ধের সময়গুলোতে নীরব ভূমিকা পালন করে। | ক্যাটেরিনা তার শহর রক্ষা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন এবং যুদ্ধে এক চূড়ান্ত ভূমিকা পালন করেছিলেন। |
প্রাগে সোভিয়েত ট্যাঙ্ক প্রবেশ করার পর দেশের লোকজনের প্রতিবাদ কয়েকদিনও টিকতে পারেনি। | প্রাগে সোভিয়েত ট্যাংক প্রবেশের পর কয়েক দিনের জন্য দেশের বিক্ষোভ স্থায়ী হয় নি। |
অস্পৃশ্য হিসেবে আখ্যায়িত করে শবরদের সমস্ত সামাজিক কার্যক্রম থেকে আলাদা করে দেওয়া হয়েছে। | অস্পৃশ্যদের অভিহিত করে সকল সামাজিক কর্মকান্ড থেকে শবরদের পৃথক করা হয়েছে। |
তার অন্যতম একটি রুপ হচ্ছে নেতৃত্ব দান। | তার একটা রূপ হল নেতৃত্ব দেওয়া। |
আসলে ব্যাপারটা এমন যে ডাইসন গোলক তৈরিতে আমাদের আরেকটি ডাইসন গোলকের থেকে প্রাপ্ত শক্তি প্রয়োজন। | আসলে, এটা এমন যে, একটা ডিজন গোলক তৈরি করার জন্য আরেকটা ডিজন গোলক থেকে আমাদের শক্তি প্রয়োজন। |
এই স্থানেই বাঙ চিকিৎসক দম্পতি থাকেন, এখানেই তাদের সার্চ-এর সদর দফতর এবং গবেষণা কেন্দ্র। | এখানেই ব্যাং ডাক্তার দম্পতি বসবাস করেন, যেখানে তাদের গবেষণা কেন্দ্র ও প্রধান কার্যালয় অবস্থিত। |
সাহিত্যে নোবেল পাওয়া ভি এস নইপালের 'হাফ অফ লাইফ' বইয়ের সাথে কাকতালীয়ভাবে নাম মিলে যাওয়াতে খানিকটা অপ্রস্তুতও বোধ করেছিলেন লেখক, এমনটাই বলা হয়েছে বইটির প্রস্তাবনায়। | লেখক ভি এস নাইপালের নোবেল পুরস্কার বিজয়ী বই "হাফ অফ লাইফ" এর সাথে মিলতে কিছুটা বিব্রত হয়েছিলেন, যা বইয়ের প্রস্তাবনায় বলা হয়েছে। |
দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগেই এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলটি। | দলটি ইতিমধ্যে দলের নেতা খালেদা জিয়ার মুক্তি দাবি করে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। |
একজন বিশ্লেষক বলছেন, তফসিল ঘোষণার পর আলোচনা করে কোন ফলাফল আসবে না। | একজন বিশ্লেষক বলেছিলেন যে, তালিকা ঘোষণা করার পর কোনো ফলাফল হবে না। |
সুতরাং নিজের উপর মনোবল রাখুন আর আপনার আইডিয়া নিয়ে কাজ করে যান। | তাই আপনার মনোবল বজায় রাখুন এবং আপনার ধারণা অনুযায়ী কাজ করুন। |
সেটা যেন ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা যায় তা নিয়ে সতর্ক ছিলেন হারের। | তিনি সতর্ক ছিলেন যেন তা সর্বনিম্ন স্তরে নিয়ে আসা হয়। |
ট্রেড ইউনিয়নগুলোর মোকাবেলা করেছেন তিনি কঠিন হাতে, অজনপ্রিয় সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করেছেন, সামরিক টাস্ক ফোর্স পাঠিয়েছেন দক্ষিণ আটলান্টিকে এবং সশস্ত্র গোষ্ঠি আর্য়াল্যাণ্ড রিপাব্লিকান আর্মির বোমা হামলা থেকে প্রাণে বেঁচেছেন। | তিনি কঠোর হস্তে ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ন্ত্রণ করেন, অজনপ্রিয় সামাজিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করেন, দক্ষিণ আটলান্টিকে সামরিক টাস্ক ফোর্স প্রেরণ করেন এবং আরল্যান্ড রিপাবলিকান আর্মি নামে একটি জঙ্গি দলের বোমা বর্ষণ থেকে তাঁর জীবন রক্ষা করেন। |
কিন্তু আমরা কি জানি পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নানা রেলগাড়ির কথা? | কিন্তু আমরা কি সারা বিশ্ব থেকে আসা ঐতিহ্যগত ট্রেন সম্বন্ধে জানি? |
কারণ ট্রেডমিলের শুরুর গল্পটার সাথে জড়িয়ে আছে এক নিষ্ঠুর ইতিহাস, যার ব্যবহার ছিল মানুষকে কষ্ট আর শাস্তি দেয়ার জন্য। | কারণ ট্রেডমিলের শুরুর কাহিনী এক নিষ্ঠুর ইতিহাসের সঙ্গে যুক্ত, যা লোকেদের দুঃখকষ্ট ও শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো। |
তারা এলস্টোন কোম্পানি কর্তৃক ৬৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৫টি এজিভি ট্রেন তৈরি করিয়ে নেয়। | তারা এলস্টন কোম্পানি দ্বারা ৬৫০ মিলিয়ন ইউরো জন্য ২৫ এজিভি ট্রেন নির্মাণ করে। |
খালি বলছিল, আমাদের (বোনদের) দেশে পাঠিয়ে দেও, দেশে পাঠিয়ে দেও। | সে বলল, আমাদের (বোনদের) বাড়ি পাঠিয়ে দাও, আমাদের বাড়ি পাঠিয়ে দাও। |
তার আগেই তাদেরকে কোনো লোভী শিকারীর হাতে জীবন দিতে হচ্ছে। | এর আগে, তাদের একজন লোভী শিকারির কাছে তাদের জীবন দিতে হয়েছিল। |
তুরস্কের কর্তৃপক্ষের ধারণা, জামালের মৃতদেহ হয়তো ঐ জীপগুলোতে করে এবং পরবর্তীতে প্লেনে করে পাচার করে দেওয়া হয়েছে। | তুরস্কের কর্তৃপক্ষ ধারণা করছে জামালের মৃতদেহ হয়ত জিপে করে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে বিমানে করে পাচার করা হয়েছে। |
আগের রাতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মেসির আর্জেন্টিনা। | কিন্তু এর আগের রাতে মেসির আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে যায় এবং তারা আর নেই। |
হাঙ্গেরিয়ান সংসদের প্রশাসনিক ক্ষমতা বহুলাংশে কমিয়ে দেয়া হলো। | হাঙ্গেরির সংসদের প্রশাসনিক ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয়েছিল। |
তাদের পথচলা ভাগ করে নেওয়া হয় না হয়তো, শুধু দূর থেকে মনের শ্রদ্ধাটুকু দেওয়া হয়। | তাদের পথ ভাগাভাগি করা হয় না, সম্ভবত তাদের মনকে কেবল দূর থেকে শ্রদ্ধা জানানো হয়। |
এই বিল্ডিং এ আর কেউ থাকে না। | এই বিল্ডিংয়ে আর কেউ নেই। |
উদারপন্থী কিছু সংস্কারের জেরে সরকারের অন্দরেই বিরাগভাজন হন তিনি। | কিছু উদার সংস্কারের ফলে তিনি সরকারের প্রতি বিরক্ত হন। |
এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। | এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি। |
এভাবে মৃত্যুর আগপর্যন্ত তার দেহ মোট ৫টি বুলেট এবং ২০ বারেরও বেশি ছুরিকাঘাত সহ্য করেছিল। | তার শরীরে মোট ৫টা গুলি এবং ২০টারও বেশি ছুরিকাঘাতে মৃত্যু হয়। |
অনেক সাংবাদিক ছাঁটাইয়ের শিকার হচ্ছেন। | অনেক সাংবাদিককে বরখাস্ত করা হচ্ছে। |
চকবাজার অগ্নিকাণ্ড: বার বার কেন এই ট্রাজেডি? | চকবাজারের আগুন: কেন এই মর্মান্তিক ঘটনা বার বার ঘটছে? |
কওমি মাদ্রাসার নেতারা মনে করেন, তাদের পরিচালিত মাদ্রাসাগুলো শুধুই ইসলাম ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠিত। | কওমী মাদ্রাসার নেতৃবৃন্দ বিশ্বাস করেন যে, মাদ্রাসাগুলি কেবল ইসলামি ধর্মীয় শিক্ষার জন্য পরিচালিত হয়। |
আমাদের ২য় গল্পের রিতা এই বিকৃত যৌনাচারের শিকার হয়েছিল। | আমাদের দ্বিতীয় গল্পের রীতা এই বিকৃত যৌন কর্মের শিকার। |
তিনি সোজা মস্কোর দিকে এগিয়ে চললেন, যাতে পিটার বাধ্য হন বাল্টিক অঞ্চল থেকে সেনা সরিয়ে আনতে। | তিনি সরাসরি মস্কো চলে যান, যেখানে পিটার বাল্টিক অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হন। |
তারা দুজনই সময়ে সময়ে একে অপরকে ফোন দেয়। | তারা দুজনেই মাঝে মাঝে একে অপরকে ডাকে। |
বেশ কয়েকটি দেশ তাদের আকাশ সীমায় এই বিমানের উড়াল বা তাদের বিমান বন্দরে ওঠা-নামা সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। | বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমায় বিমানের ফ্লাইট বা বিমানবন্দরে তাদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে। |
মাদাম ব্যারি জামরকে পছন্দ করতেন। | ম্যাডাম ব্যারি জ্যামরকে পছন্দ করতেন। |
এমন স্ত্রী নিয়ে সংসার করা বড় মুশকিলের কাণ্ড! | এইরকম স্ত্রীর সঙ্গে বাস করা খুবই কঠিন! |
বর্তমান রাশিয়ার মানচিত্রে জায়গাটির অবস্থান বাশকোর্তোস্তান অঙ্গরাজ্যের বিঝবুলিয়াকস্কি জেলায়। | বাশকর্তোস্তান রাজ্যের বিঝবুলিয়াস্কি জেলার বর্তমান রাশিয়ার মানচিত্রে এই স্থানটি অবস্থিত। |
১৯৭৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফোর্ড। | ১৯৭৭ সালে ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। |
ইন্টারনেটে তথ্য কীভাবে যাচাই বাছাই করতে হয় তা আসলে বুঝতে শিখুন। | ইন্টারনেটে কীভাবে তথ্য বাছাই করা যায়, তা দেখতে শিখুন। |
বর্ণে চিত্রের ব্যবহার মিশরের প্রত্যেক শিল্পীকে সুন্দর হস্তাক্ষর অভ্যাস করতে হতো, দেয়ালে ছবির সাথে ছবির বর্ণনাও দেয়া হতো। | প্রত্যেক মিশরীয় শিল্পীকে সুন্দর হাতের লেখা অনুশীলন করতে হতো, দেওয়ালে একটা ছবি আঁকা হতো এবং একটা ছবি আঁকা হয়েছিলো। |
সাম্রাজ্যে সব ধর্মের প্রতি একটা সহনশীল পরিবেশ কায়েম হয়। | সাম্রাজ্যে সমস্ত ধর্মের জন্য এক সহনশীল পরিবেশ গড়ে উঠেছিল। |
রয় বেটস এর আগে 'রেডিও এসেক্স' নামের আরেকটি অবৈধ বেতার কেন্দ্র পরিচালনা করতো। | এর আগে রে বেটস রেডিও এসেক্সের আরেকটি অবৈধ রেডিও স্টেশন পরিচালনা করতেন। |
যখন টুর্নামেন্ট বা অন্য কিছুর জন্য অর্থ পরিশোধ করতে হত, তা ছিল প্রায় তিনগুণ বেশি। | টুর্নামেন্টের জন্য বা অন্য কিছুর জন্য যখন টাকা দেওয়া হয়, তখন তা আরও তিন গুণ বেশি ছিল। |
শুরুর দিকে জুলে রিমের সেই লড়াইয়ের ফসল আজকের এই বিশ্বকাপ। | আজকের বিশ্বকাপ জুলে রিমের প্রাথমিক লড়াইয়ের ফলাফল। |
খনি-কেন্দ্রিক শহর ওর্কনির দুটি ক্লাব কাইজার চিফ এবং দ্য অরলান্ডো পাইরেটসের মধ্যে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ চলছিল। | খনি-কেন্দ্রিক শহর অর্কনির দুটি ক্লাব কাইজার চীফ ও অরল্যান্ডো পাইরেটসের মধ্যকার প্রাক-মৌসুমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। |
ফিরে যাওয়া যাক আমাদের প্রাথমিক আলাপে; অর্থাৎ মানসিক স্ট্রেস কমাতে মাকে ফোন করার উপকারিতা বিষয়ে। | আসুন আমরা আবার আমাদের প্রথম আলোচনায় ফিরে যাই, অর্থাৎ চাপ কমাতে আমার মাকে ফোন করার উপকারিতা। |
বিয়ের পর একা রমা আরো বেশি একা হয়ে পড়েন নতুন পরিবেশে এবং এই একাকীত্বই একসময় তার অভিনয় জগতে প্রবেশের ইন্ধন হিসেবে কাজ করে। | বিয়ের পর, রাম নতুন পরিবেশে আরও একাকী হয়ে পড়েন এবং এই একাকিত্ব অবশেষে তার অভিনয় কর্মজীবনকে উদ্দীপিত করে তোলে। |
অপার সম্ভাবনার এই জগত কি আমাদের বাস্তব জীবনে চলে আসবে? | অপরিমেয় সম্ভাবনার এই জগৎ কি আমাদের প্রকৃত জীবনে আসবে? |
তাদের সামনে আছে অনিশ্চিত ভবিষ্যৎ। | সামনে তাদের এক অনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে। |
কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে যে র্যাটেল স্নেককে মেরে ফেললেও বেশ কিছু সময়ের জন্য এর স্নায়ুর ক্রিয়া চলতে থাকে। | কিন্তু, বিভিন্ন পরীক্ষা দেখিয়েছে যে, রাহেল স্নেককে হত্যা করার সময় এর স্নায়ুবিক কার্যকলাপ কিছু সময়ের জন্য চলতে থাকে। |
এবার আমরা শুনবো তাঁর চলচ্চিত্রে পদার্পণের গল্প। | এবার আমরা তার চলচ্চিত্র নির্মাণের গল্প শুনব। |
অবশেষে ১৯৬২ সালে এক মানসিক হাসপাতালে মৃত্যু হয় তার। | ১৯৬২ সালে তিনি মানসিক হাসপাতালে মারা যান। |
২০১৮ সালে জানা যায়, শিনজিয়াং প্রদেশে উইগার মুসলমানদের 'সংশোধনের' জন্য পৃথিবীর অন্যতম বৃহৎ বন্দীশিবির গড়ে তুলেছে চীনের কর্তৃপক্ষ। | ২০১৮ সালে জিনজিয়াং প্রদেশে উইগার মুসলমানদের "সংশোধন" করার জন্য চীনা কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম কনসেনট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা করে। |
অবশেষে চুক্তি চুড়ান্ত হবার পর টানা কয়েকদিন ঢাক-ঢোল পিটিয়ে নগরবাসীকে সেই ব্যতিক্রমী ও চমকপ্রদ প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানানো হয়। | অবশেষে চুক্তি শেষ হওয়ার পর ঢাকা-ধোলাকে পরপর কয়েকদিন মারধর করে নগরবাসীকে ব্যতিক্রমধর্মী ও দর্শনীয় প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। |
সাদা-কালোদের একত্রে পড়াশোনার ব্যাপারে আইন করা হলে তীব্র প্রতিবাদ জানায় সাদারা। | সাদারা জোরালোভাবে প্রতিবাদ করে যখন সাদা-কালো একত্রে পড়াশোনার জন্য আইন প্রণয়ন করা হয়। |
কিন্তু ঢুকে দেখি সেখান থেকে একজন ফেরিঅলা বের হচ্ছেন। | কিন্তু যখন আমি ঢুকলাম, আমি সেখান থেকে একজন ফেরিম্যানকে বের হতে দেখলাম। |
বারকেলের জন্ম ১৯০৭ সালে এবং মৃত্যু ১৯৯৩ সালে। | বার্কেল ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন। |
গ্যারি সোবার্স তার তিন স্টাইলের বল করে ম্যাচে আট উইকেট শিকার করেন। | গ্যারি সোবার্স তাঁর ত্রি-ধাঁচের বল দিয়ে খেলায় আট উইকেট পান। |
মুরেক্স হোয়েল্ক প্রজাতির শামুক থেকে তৈরি করা হতো রং। | শামুক থেকে রং তৈরি করতে মুরেক্স ওয়েল্ক প্রজাতি ব্যবহার করা হতো। |
অন্যান্য এশীয় দলগুলোর চেয়ে ভারত একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। | অন্যান্য এশিয়ান দলের তুলনায় ভারত কিছুটা বাড়তি সুবিধা পায়। |
তখন হয়তো সবগুলো স্টুডিওরই একটি-দুইটি ভার্চুয়াল স্টেজ থাকবে। | সে সময় সকল স্টুডিওর এক বা দুইটি ভার্চুয়াল পর্যায় থাকবে। |
সেদিন রাত্রে, ইউসুফ (আ) বিনইয়ামিনকে ডেকে নিলেন এক কক্ষে। | সেই রাতে ইউসুফ বিনইয়ামিনকে একটি ঘরে ডেকে পাঠান। |
এ প্রথাটির চর্চা করা হয় তিব্বতে। | তিব্বতে এই রীতিটি প্রচলিত ছিল। |
দক্ষিণ ককেশাস ও মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলো , যেগুলোকে একসময় মক্কা থেকে মস্কোর দিকে মুখ ঘুরিয়ে রাখতে সোভিয়েত রাষ্ট্রযন্ত্র বাধ্য করেছিল, তারা এখন মস্কোর নাগপাশ থেকে বেরিয়ে বেইজিং, আঙ্কারা বা ওয়াশিংটনের দিকে তাকাচ্ছে। | দক্ষিণ ককেশাস এবং মধ্য এশিয়া প্রজাতন্ত্র, যা এক সময় সোভিয়েত রাষ্ট্রগুলো তাদের মুখ মস্কো থেকে সরিয়ে নিতে বাধ্য করেছিল, এখন মস্কো থেকে বের হয়ে বেইজিং, আঙ্কারা বা ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। |
এমনকি আয়াহুয়াস্কা নিতে গিয়ে কয়েকজনের মৃত্যুর সংবাদও পাওয়া গেছে। | এমনকি আয়াহুয়াস্কার ক্ষেত্রেও মৃত্যুর খবর পাওয়া গেছে। |
মনিপুর অঞ্চলের আরেক ছাত্র রিচার্ড কামেই মনে করেন, ক্যাম্পাসের পরিবেশ এধরণের ইস্যুতে অনেক সংবেদনশীল হলেও অন্যান্য জায়গায় মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটে থাকে। | মনিপুর অঞ্চলের আর একজন ছাত্র রিচার্ড কামেই মনে করেন যে এই ধরনের ব্যাপারে ক্যাম্পাসের পরিবেশ খুবই স্পর্শকাতর, কিন্তু অন্যান্য স্থানে এই ধরনের ঘটনা মাঝেমাঝে ঘটে। |
আরেক সৈন্যকে তো টানা ১৭ মাস ধরে যৌন নির্যাতন করেছিলো সে। | সে ১৭ মাস ধরে আরেকজন সৈন্যকে যৌন নিপীড়ন করে আসছে। |
প্রথমে পেঁপে ও মধু একসাথে মিশিয়ে নিন। | প্রথমে পেঁপে আর মধু মেশান। |
আমাদের শিক্ষাব্যবস্থায় ইংরেজি এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। | ইংরেজি এখন আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। |
উপরের ছবির এই গাছগুলোর নাম গ্রেট বেসিন ব্রিসেলকোন পাইন। | উপরের ছবিতে এই গাছগুলোকে গ্রেট বেসিন ব্রিসেলকন পাইন বলা হয়েছে। |
একটি কারখানার কয়েকজন শ্রমিক বলছিলেন, এখন যে কোন কথা সহজে মালিক পক্ষের কাছে পৌঁছে দেয়া যায়। | একটি কারখানার কিছু শ্রমিক বলেছিলেন যে এখন যে কোন শব্দ মালিকের দলের কাছে সহজেই পৌঁছে দেওয়া যায়। |
ফলে ১৭৭২ সালে দ্বিতীয় শাহ আলম মারাঠাদের সাহায্যে দিল্লির দখল নেন। | ১৭৭২ সালে মারাঠাদের সহায়তায় শাহ আলম দ্বিতীয় দিল্লি অধিকার করেন। |
ধারণা করা হয়, ক্লডিয়াসের সাথে ছিল একটি কন্সুলার আর্মির সমান সংখ্যক সৈন্য, অর্থাৎ ২০,০০০। | অনুমান করা হয় যে, ক্লৌদিয়ের প্রায় ২০,০০০ সৈন্য ছিল, যা কনস্যুলার আর্মির সমান ছিল। |
সভ্যতার গতিপথ বদলে দেওয়া অনন্য এই আবিষ্কারের জন্য আজও বিশ্বসভ্যতা চৈনিকদের কাছে ঋণী। | আজ পর্যন্ত বিশ্বসভ্যতা চীনাদের কাছে ঋণী তার অনন্য আবিষ্কারের জন্য যা সভ্যতার ধারা পরিবর্তন করেছে। |
কিন্তু এসব পরে গুজব বলেই প্রমাণিত হয়েছে। | কিন্তু এই সমস্ত কিছু পরে গুজব হিসাবে প্রমাণিত হয়েছিল। |
লেখকের বাবা সব সময় চাইতেন যে, কিয়োসাকি যেন এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে উচ্চ বেতন আছে, পেনশনের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। | লেখকের বাবা সবসময় চেয়েছিলেন যে, কিয়োসাকি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করুক, যে-প্রতিষ্ঠানে অনেক বেতন, পেনশন সুবিধা ছিল। |
তাঁর তৃতীয় কারণটি হচ্ছে, "ইভিএম ব্যবহারে ভোটারদের মধ্যে অনীহা রয়েছে বলে আমার মনে হয়। | তার তৃতীয় কারণ হচ্ছে, "আমি মনে করি ভোটাররা ইভিএম ব্যবহার করতে অনিচ্ছুক"। |
যদি স্টিলে ম্যাঙ্গানিজ বেশি থাকে তাহলে DBTT বেশ কমে যায়, ফলে তাপমাত্রা অনেক বেশি কম না হলে রূপান্তর ঘটে না। | যদি ইস্পাতে ম্যাঙ্গানিজ উচ্চ থাকে, ডিবিটিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, তাই তাপমাত্রা খুব কম না হলে পরিবর্তিত হয় না। |
তবে এর চেয়ে বাড়তি পানি খরচ করলে তাদের নির্দিষ্ট হারে কিছু বিল দিতে হবে। | কিন্তু, তারা যদি আরও বেশি জল খরচ করে, তা হলে তাদের নির্দিষ্ট হারে কিছু বিল পরিশোধ করতে হবে। |
আমি এখনো তার কোন খোঁজ পাইনি। | আমি এখনো তাকে খুঁজে পাইনি। |
রোমান ইতিহাসের সবচেয়ে সফল দুই জেনারেলের একজন যদি এই যুদ্ধে হেরে যান, তাহলে অপরজন হয়ে উঠবেন নজিরবিহীন ক্ষমতার মালিক। | রোমীয় ইতিহাসের সবচেয়ে সফল দুজন সেনাপতির মধ্যে একজন যদি যুদ্ধে হেরে যান, তা হলে অন্য জন এক নজিরবিহীন শক্তি হয়ে উঠবেন। |
এবং ডানিং এই পরীক্ষাটির ফলাফলে আশ্চর্য হয়েছিলেন, যদিও তার হাইপোথিসিসের সাথে তা মিলে গিয়েছিল। | আর ড্যানিং এই পরীক্ষার ফলাফল দেখে অবাক হয়েছিলেন, যদিও এটা তার অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। |
কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট: ভাঙতে চলেছে স্পেন? | কাতালোনিয়ার স্বাধীনতার গণভোট: স্পেন কি ভেঙে পড়বে? |
সেই সিরিজে মুরালির বিপক্ষে লারার রুদ্রমূর্তি দেখে হোয়াটমোর বলেছিলেন, "ও যেভাবে স্পিনের বিপক্ষে ড্রাইভ করছে, সুইপ করছে, এক কথায় তা অবিশ্বাস্য। | সিরিজটিতে মুরালির বিরুদ্ধে লারার রুদ্রমূর্তিকে দেখে হোয়াটমোর বলেন, "এটি অবিশ্বাস্য যে তিনি কিভাবে স্পিনের বিরুদ্ধে গাড়ি চালাচ্ছেন। |
সবসময় তেল দিয়ে রাজার মন জয়ে সচেষ্ট থাকতো সে। | সে সবসময় রাজার হৃদয় জয় করার চেষ্টা করত। |
তিনি মারিওকে লেখালেখি বাদ দিয়ে অন্যত্র কাজ খোঁজার কথা বলতেন। | তিনি মারিওর সঙ্গে লেখালেখির পরিবর্তে অন্য কোথাও কাজ খোঁজার বিষয়ে কথা বলেছিলেন। |
তখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি। | সৌরভ গাঙ্গুলী তৎকালীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ছিলেন। |
এর পরের বছর ড্যানজেল ওয়াশিংটন এর সহশিল্পী হিসেবে তাকে 'দ্য ম্যানচুরিয়ান ক্যান্ডিডেট' সিনেমাতে একজন নির্দয়া ইউ.এস সিনেটরের চরিত্রে দেখা গিয়েছিল। | পরের বছর তিনি ডেনজেল ওয়াশিংটনের "দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট" ছবিতে নির্মম মার্কিন সিনেটর চরিত্রে অভিনয় করেন। |
২০০৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে পাথরকুচি পাতা নিয়ে গবেষণা শুরু করেন। | ২০০৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিনি পাথারকুচি পাতায় গবেষণা শুরু করেন। |
সে নিজেই এটা রপ্ত করে নিয়েছিল। | তিনি নিজেই তা শিখেছিলেন। |
সৌদি আরবে পৌঁছে তিনি সোভিয়েত-সৌদি সম্পর্ককে আবার জোরদার করার প্রচেষ্টা চালান। | তিনি যখন সৌদি আরবে পৌঁছান, তখন তিনি পুনরায় সোভিয়েত-সৌদি সম্পর্ক জোরদার করার চেষ্টা করেন। |
প্লে অফে সান্তোস টুর্নামেন্ট জেতে। | সান্তোস প্রতিযোগিতায় জয়ী হন। |
এছাড়াও প্রমাণ আছে যে, তিনি গাড়ির ভিতরে মারা যাননি। | এ ছাড়া, প্রমাণ রয়েছে যে, তিনি গাড়িতে মারা যাননি। |
লোকশ্রুতি অনুযায়ী, দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজা দিনাজ অথবা দিনারাজ এর নামানুসারেই রাজবাড়ীর মৌজার নাম ছিল দিনাজপুর। | জনশ্রুতি অনুসারে দিনাজপুর রাজের প্রতিষ্ঠাতা রাজা দিনাজ বা দিনরাজের নামানুসারে রাজবাড়ির মৌজার নাম দিনাজপুর রাখা হয়। |
Subsets and Splits
No saved queries yet
Save your SQL queries to embed, download, and access them later. Queries will appear here once saved.