Playlist_name
stringclasses
19 values
Video_name
stringlengths
14
103
Transcription
stringlengths
258
26.6k
রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি
রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি কেন ইন্টেলিজেন্ট সিস্টেম দরকার Why Do We Need Intelligent Systems.mp3
এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে যে কেন আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম দরকার আর এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমাকে প্রায় আমাকে শুনতে হয় যে কেন অটোমেশন আমাদের অটোমেশন কেন দরকার আর কেন আমাদেরকে সিস্টেমগুলোকে এত ইন্টেলিজেন্ট হতে হবে। আসলে দিনশেষে আপনি যদি আজকে আপনার লাইফটাকে যদি এনালাইজ করেন আমি যখন আমার লাইফ শুরু করি, চাকরি লাইফ শুরু করি বা আমি যখন ক্যারেট করি যাই বা ক্যারেট করি যে যাবার আগের যে আমার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ এখন কিন্তু আমরা কখনোই আমি বলতে পারিনা যে আজকে আমি সময় পাচ্ছি না। আগে আমার ছোটবেলার ফ্রেন্ডরা যখন আমাকে ডাকতো তখন কিন্তু এভরিহোয়্যার এন্ড এভরি টাইম আই এম এভেইলেবল। মানে হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের সময় সবসময় খুঁজে পেতাম যে আমরা আসলে যেটা করতে চাই সেটার জন্য সময় পেতাম। যেটা আসলে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় যাওয়ার ব্যাপারে তারপর হচ্ছে গিয়ে আমরা একসাথে গল্পের বই পড়া তারপর হচ্ছে গিয়ে সিনেমায় যাওয়া। কিন্তু আপনি এখন দেখুন যে এখন আমরা প্রতি মুহূর্ত আমরা প্রতি মুহূর্তে দেখছি যে আমাদের সময় নেই। আমরা যদি আজকে অফিসে যাই বা আমরা যদি কোনো কাজে যাই আমাদের কোথাও সময় নেই। তার মানে হচ্ছে গিয়ে উই আর ওভারলোডেড, উই আর ওভারলোডেড উইথ টাস্ক। এন্ড ইটস নট দ্যাট উই আর ওভারলোডেড উইথ টাস্ক বিকজ আমাদের কমিউনিকেশন চ্যানেল কিন্তু অনেক অনেক অনেক বেড়ে গেছে। আগে আমাদের হয়তোবা বাসায় একটা ফোন লাইন ছিল সেই ফোন লাইনে আমরা সবাই মিলে কথা বলতাম। এখন কিন্তু উই হ্যাভ Instagram, উই হ্যাভ Telegram, উই হ্যাভ Facebook, উই হ্যাভ WhatsApp, উই হ্যাভ মেসেঞ্জারস এন্ড উই হ্যাভ ফোন এন্ড উই হ্যাভ মোবাইল ফোন এন্ড উই হ্যাভ সো মেনি থিংস এন্ড দেন উই হ্যাভ Zoom, উই হ্যাভ সো এট দা এন্ড অফ দা ডে আমরা যতই আলাপ করি না কেন আমাদেরকে সময় ম্যানেজ করতে পারতে হবে এবং এই সময় ম্যানেজ করতে যদি আমাকে পারতে হয় দেন আমাদের যেই কাজগুলো যেই কাজগুলো হচ্ছে গিয়ে ডে টু ডে কাজ সেই ডে টু ডে কাজগুলোকে আমাকে অটোমেশনে ফেলতে হবে। বিকজ আমরা যদি এখন এই ডে টু ডে কাজগুলো মানে যেগুলো নিত্যনৈমিত্তিক যেগুলো রিপিটেটিভ সকালবেলা ঘুম থেকে উঠেই একই কাজ যেগুলোকে আমাকে করতে হয় প্রতিটা জিনিসকে আমাকে ফেলে দিতে হবে অটোমেশনে। বিকজ আমরা যদি এখন অটোমেশনে যদি আমাদের সময়টা না ফেলি দেন আমাদেরকে আসলে আমরা আমাদেরকে টাইম ম্যানেজ করতে পারবো না এন্ড দেন উই উইল হ্যাভ প্রবলেম লাইক অবভিয়াসলি আমরা দেখছি যে আমাদের এখন কিন্তু মেন্টাল প্রেসার বেড়েছে এবং মেন্টাল প্রেসার বাড়ার কারণে কিন্তু আমাদের এখন মানসিক সুস্থতা নিয়ে কথাবার্তা হচ্ছে। কেন মানসিক সুস্থতা আসলে কেন এখন মানসিক সুস্থতা নিয়ে লোকজন কথা বলছে বিকজ সো মাচ অফ প্রেসার। সো মাচ অফ প্রেসার ইজ বিল্ডিং অন। আমরা যেকোনো বিজনেসে আমরা দেখি বা যেকোনো জায়গায় দেখি যে সো মাচ অফ প্রেসার ইজ বিল্ডিং অন। দ্যাটস হোয়াই উই নিড টু অটোমেট। এন্ড তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে আমার পাশাপাশি আমার ইন্টেলিজেন্স সিস্টেম দরকার। যেমন আমি এখন রেকর্ড করছি যে রেকর্ডে আমি নরমালি এই রেকর্ডের পরে কিন্তু আমার ভয়েস এবং অডিও এই ভয়েস এবং অডিওটাকে আমি আবার পোস্ট প্রসেসিং করি। পোস্ট প্রসেসিং এ কিন্তু আমার আরও হয়তোবা এক ঘণ্টার মতো সময় লাগে। সো আই হ্যাভ অটোমেটেড দ্যাট প্রসেস যে এখন আমি একটা ইন্টেলিজেন্ট সিস্টেম আমি বিল্ড করেছি। যেই ইন্টেলিজেন্স সিস্টেমের কাজ হচ্ছে গিয়ে আমার আগের যেই রেকর্ডিংগুলো আছে সেই আগের রেকর্ডিংগুলোকে এনালাইজ করে দেখে যে আগের রেকর্ডিং এর মধ্যে কোন কোন বেজলাইন প্যারামিটারগুলো আছে যেই বেজলাইন প্যারামিটারগুলো আসলে আমরা ব্যবহার করেছি। সেই সেই সেইম বেজলাইন প্যারামিটারকে সে এখানে একটা লেভেলে নিয়ে এসে তারপরে আমার হাতে ছেড়ে দেয়। আমি বাকি কিছু সামান্য এক দুই মিনিটের টুইকিং করে আমি এটা ছেড়ে দেই। সো একই জিনিস আমরা নেটওয়ার্ক বা আইএসপি অটোমেশনে কিন্তু একই জিনিস প্রযোজ্য যে নেটওয়ার্কের যে প্রভিশনিং, নেটওয়ার্কের যে ইনিশিয়াল প্রভিশনিং, বেজলাইন প্রভিশনিং, নেটওয়ার্কের যে শুরুর যে প্রভিশনিং সেখানে আমি কেন সময় নষ্ট করবো? হোয়াই কান্ট আই অটোমেট দ্যাট প্রসেস? হোয়াই কান্ট আই হ্যাভ এ ইন্টেলিজেন্ট সিস্টেম দ্যাট ক্যান অটোমেট দ্যাট ইনিশিয়াল প্রসেস যেটা আমাদের জন্য রিপিটেটিভ এবং রিপিটেটিভ মিনস রিপিটেটিভ। আমাদের একই জিনিস কিন্তু করতে ভালো লাগে না। মানুষ কিন্তু একই জিনিস করতে মানুষের কখনোই পছন্দ হয় না। আর সে কারণে কিন্তু আমি এই ইন্টেলিজেন্স সিস্টেম নিয়ে সবসময় কথা বলি বিকজ উই হ্যাভ টু বিল্ড ইন্টেলিজেন্স সিস্টেম সো দ্যাট দে ক্যান টেক ওভার মাই 70% অফ মাই রেগুলার টাস্ক। আমার যেহেতু সময় নেই, আমাদের যেহেতু এখন সময় এতটাই কম এতটাই কমে আসছে সো আমি আসলে এখানে এখন অটোমেশন ছাড়া আমার কোনো গতি নেই। বিকজ আমাদের মানসিক সুস্থতা থেকে শুরু করে সবকিছুতেই আমার অটোমেশন প্রয়োজন। আদারওয়াইজ আমি যদি একটা ইন্টেলিজেন্স সিস্টেম যদি না বিল্ড করি, আমি একটা ইন্টেলিজেন্স সিস্টেম যদি আমি না রাখি, আমি যদি একটা মানে সহায়ক সিস্টেম মানে আমার পাশাপাশি আমার একজন সাবর্ডিনেট আমার একজন সাবর্ডিনেট সেটা একটা ইন্টেলিজেন্স সিস্টেম। আমি বলছি না যে আমার একটা সাবর্ডিনেট একটা মানুষ হোক বাট রাদার আমি বলছি যে আমার যেই কাজগুলো করতে ভালো লাগে না, যেই কাজগুলো রিপিটেটিভ, যেই কাজগুলো আমার সময় খেয়ে ফেলতেছে, যেই কাজগুলো আমার একটা লম্বা সময় নষ্ট করছে সেই কাজগুলোকে কেন আমি অটোমেশন সিস্টেম অথবা একটা ইন্টেলিজেন্স সিস্টেম অথবা একটা সাব ইন্টেলিজেন্স সিস্টেম। আমি বলছি না যে ফুল ইন্টেলিজেন্স সিস্টেম, আমার মতো ইন্টেলিজেন্স সিস্টেম। আমি বলছি যে আমার থেকে মেবি 20 গুণ কম একটা ইন্টেলিজেন্স সিস্টেম যেটা আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলোকে টেকওভার করবে এবং সেটাকে সে ফাইনালি ডেলিভারি করবে। এইজন্যই আমি বলছি যে নেটওয়ার্কে আইএসপিতে প্রচুর রিপিটেটিভ কাজ আছে। সেই রিপিটেটিভ কাজগুলো মানুষের মানুষের সময় নষ্ট করছে, মানুষের কাজের স্পৃহা নষ্ট করছে। সেই কাজের প্রভিশনিং অনেক নেটওয়ার্কে প্রভিশনিং আছে যেই প্রভিশনিংগুলো আসলে আমাদের রিপিটেটিভ। আমাকে নতুন সার্কিট প্রভিশনিং করতে হচ্ছে, আমাকে নতুন একটা ব্যাংককে অনবোর্ড করতে হচ্ছে। সো আমি হয়তোবা ইনিশিয়ালি এখন একটা টেমপ্লেটের সাহায্য নিচ্ছি বাট দেন উই ক্যান গো বিয়ন্ড দ্যাট। উই ক্যান গো বিয়ন্ড দ্যাট এবং আমরা এখন যখন পাথ ক্যালকুলেশন করি বা আমরা একটা রাউট ক্যালকুলেশন করি সেই রাউট ক্যালকুলেশনের মধ্যে কোথায় কোন কস্ট, কোন প্যারামিটার কি লাগবে না লাগবে হোয়াই কান্ট আই অটোমেট দ্যাট প্রসেস? অবভিয়াসলি দ্যাট ক্যান হ্যাপেন এন্ড দ্যাট ইজ গোইং টু হ্যাপেন ইফ এন্ড আমরা যদি সেই অটোমেশন লেভেলে না হাঁটি তাহলে সামবডি এলস উইল। আমি যদি আজকে অটোমেশনের রাস্তায় না হাঁটি আমার লস বা লাভের কথা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরেকজন কিন্তু সেই অটোমেশনের রাস্তায় হাঁটবে এবং আরেকজন কিন্তু সেই অটোমেশনের রাস্তায় হেঁটে আমার বিজনেসটাকে হয়তোবা কেড়ে নেবে। সো সেজন্য বলছি যে অটোমেশন হ্যাজ হ্যাজ টু বি দেয়ার। অটোমেশন হ্যাজ টু বি দেয়ার। আজকে এই পর্যন্তই থাকছি কিন্তু সামনে।
রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি
রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি Knowledge Workers Using Laptops, can be Automated.mp3
কালকে থেকে আমার বন্ধুরা কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে ঈদের দিন কোন ধরনের টেকনোলজি আলাপ করা যাবে না। অফকোর্স আমরা টেকনোলজি আলাপ করছি না। আসলে ঈদের পর পরই আমি যেহেতু এই এক মাস এক মাস আসলে কোন গান শুনতে পারিনি রোজার জন্য। যেহেতু আমরা আসলে রোজার সময় যে সংযমটা পালন করি তো রোজার সময় সেই জিনিসটা আমরা আসলে চেষ্টা করি যে ইভেন গান শোনা বা এগুলো থেকেও আসলে আমরা চেষ্টা করি বিরত থাকার জন্য। তো এক মাস গান শোনা হয়নি। তো যখন কালকে রাত্রে রোজার পরে আসলে আমি একটা সময় যখন বসলাম তখন আমার পুরনো ড্যাক, হেডফোন, তারপর হেডফোন অ্যাম্প সবকিছু মিলিয়ে যখন আমি বসলাম তখন আমি প্রথম কোন গানটা শুনতে চাইলাম সেটা আপনারা বলতে পারেন। আপনারা গেস করতে পারেন যে প্রথম কোন গান। তবে আমি এটাও বলতে পারি যে হ্যাঁ গানটা প্রথম গানটা শোনা হয়েছে হয়তোবা ক্লু যদি দেই ক্লু হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কোল্ডপ্লে এবং টেইলর সুইফট। এই এই দুটোর মধ্যে আমি আমি ছিলাম গতকালকে রাত্রে। ফিরে আসি টেকনোলজি। আমি জানি আমার বন্ধুরা আমাকে একটা গ্যাঞ্জাম করবে। তো বাট স্টিল আজকের আলাপ হচ্ছে গিয়ে আমি যদি ধরা যাক আমি যদি ল্যাপটপে আমি ব্যবহার করছি ধরা যাক যে ল্যাপটপটা আমার সামনে এই মুহূর্তে কয়েকটা ল্যাপটপ আছে। সো আমি যে ল্যাপটপটা নিয়ে ব্যবহার করছি আর আমি যদি একটা এন্টারপ্রাইজ বিজনেসের কথা চিন্তা করি বা এন্টারপ্রাইজের কথা চিন্তা করি তো আমার ল্যাপটপ দিয়ে আমি সকালে কি করি? সকালবেলা আমি ক্যালেন্ডার চেক করি। আমার ল্যাপটপ দিয়ে আমি ইমেইল চেক করি। আমার ল্যাপটপ দিয়ে সিআরএম এ কানেক্ট করি। আমার ল্যাপটপ দিয়ে আমি আমার টিকেটিং সিস্টেমটা আমি দেখছি। আমার ল্যাপটপ দিয়ে আমি পাওয়ার বিআই তে কানেক্ট করছি। আমার ল্যাপটপটা দিয়ে আমি আসলে আরো অন্যান্য কনফারেন্সিং কনফারেন্সিং টুল আছে। পাশাপাশি বেশ কিছু অটোমেশন টুল আছে। সেই অটোমেশন টুলগুলো নিয়ে কাজ করি। তার মানে হচ্ছে কি একটা ল্যাপটপ দিয়ে অ্যাজ এ হিউম্যান বিকজ ল্যাপটপ ইজ মাই ইন্টারফেস। অ্যাজ এ হিউম্যান আই আই এম ডুইং এভরিথিং হোয়াট হোয়াট একটা হিউম্যান ইন্টারফেস হিসেবে সে দিতে পারে। বাট ইন দা মিন টাইম আমি আসলে যে জিনিসটাকে সবসময় বিশ্বাস করি যে আসলে ল্যাপটপ বা এটাকে আসলে কিভাবে আমরা রিপ্লেস করতে পারি বা এটা আসলে কিভাবে এই জিনিসটা রিপ্লেস হয়ে যাচ্ছে গ্লোবালি। তো সেটার একটা পারসপেক্টিভ আমি যদি মোস্তাকিমাদ এমাদ মোস্তাক স্ট্যাবিলিটি এর সিইও ছিলেন এবং উনার উনার কিছু কথা যদি আমরা এখন শুনি তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে ব্যাপারটা ঘটছে। তার আগে আমি একটু একটু ভলিউমটা আমি কমিয়ে নিচ্ছি। সো মোস্তাকিমাদ উনি যে কথাটা বলছেন সেটা আমরা আগে শুনে আসি। AI when it comes if it comes there's various definitions of this. Why on earth do you need any knowledge workers? Everything that can be done via a laptop doesn't need humans. And so you have concepts of UBI here. You have concept I think when HI comes you don't need money. Money is a common story is a common good. We we had to we had to post capitalist society. Yeah. I think the example I think you said was Star Trek versus Mad Max. সো ব্যাপারটা এরকম যে আসলে আমি যদি এভাবে বলি যে আমার যে স্ক্রিন আমার যে ল্যাপটপের স্ক্রিন, সেই ল্যাপটপের স্ক্রিনের মধ্যে যে পিক্সেলগুলো আছে, সেই পিক্সেলগুলো যদি ধরা যাক আমি যে গত পাঁচ বছর ধরে কি কাজ করছি সেই পিক্সেল বা আমি আমার ল্যাপটপের স্ক্রিন রেকর্ডিং করি সেখানে কি ধরনের উইন্ডো ছিল, আমি কোথায় ক্লিক করেছি, আমি কোথায় টাইপ করেছি, কি করেছি এন্ড অফ দা ডে ইটস অল ইন দা পিক্সেল। সো এটাকে যদি আমি গত পাঁচ বছর ধরে ফুল রেকর্ডিং করি এবং সেটাকে যদি আমি ট্রান্সফর্মারকে দিয়ে দেই তাহলে সে কি আমার কাজটা করতে পারবে না? আমি আসলে প্যারানয়েডের মতো কথা বলছি। বাট একচুয়ালি দিস দিস ইজ দিস ক্যান বি ডান এবং সেটাই একচুয়ালি উনি উনি বলার চেষ্টা করছেন যে আসলে এই জিনিসটা কি সম্ভব কিনা। বিকজ দিনশেষে আমরা আসলে ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে আসলে নলেজ ওয়ার্কার যারা এখন কাজ করতেছেন তারা আসলে কি করছেন? যে তারা একটা হিউম্যান ইন্টারফেস একটা ল্যাপটপ ব্যবহার করছে এবং সেখান থেকে তারা এই জিনিসটা ওয়ার্ক আউট করছে। সো আমি হয়তোবা আমি একদম রাইট পয়েন্ট থেকে আমি শুরু করেছি। সো আমি আপনাদেরকে একটু আগে থেকে শোনাতে চাই। তাহলে ব্যাপারটা আপনাদের জন্য আরো ইজি হবে বুঝতে যে উনি আসলে কোন কনসেপ্ট থেকে এই ব্যাপারটা উনি বলেছেন আরকি। সো আমি আবারও একটু যদি পিছনে যাই। out there now. I hope that I can catalyze something that then people will take forward. And time is now for that because AGI when it comes if it comes there's various definitions of this. Why on earth do you need any knowledge workers? Everything that can be done via a laptop doesn't need humans. And so you have concepts of UBI here. You have concept I think when HI comes you don't need money. Money is a common story is a common good. We we had to we had to post capitalist society. Yeah. I think the example I think you said was So ব্যাপারটা এরকম যে আসলে নলেজ ওয়ার্কার মানে নলেজ ওয়ার্কার উনি উনার ল্যাপটপ থেকে যা করছেন সেটা কি রিপ্লেস করা সম্ভব কিনা এটা নিয়ে কিন্তু অনেক ধরনের অনেকে ভাবছেন যে এটা সম্ভব, সম্ভব না। সো আমি আসলে যেটা দেখছি যে এটা সম্ভব এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার মানে তার মানে এই না যে আমাদের আসলে জব চলে যাবে। উই উইল হ্যাভ মেনি আদার জবস এবং আমি সেজন্যই আসলে এই বইটা লিখেছিলাম। মানে এই বইটা লিখেছিলাম এই একটাই কারণে যে আজকে পুরো গ্লোবালি যে জিনিসটা আমাদেরকে পাল্টে দিচ্ছে দিস ট্রান্সফর্মার। আজকে এই ট্রান্সফর্মার হচ্ছে সেই চ্যাট জিপিটি বা এই জিপিটি মানে জিপিটির টি হচ্ছে ট্রান্সফর্মার জেনারেটিভ প্রি-ট্রেইন মডেল। সো এই ট্রান্সফর্মার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ট্রান্সফর্মারই কিন্তু পুরো পৃথিবী পাল্টে দিয়েছে। সো ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু যতই গল্প দেই না কেন যে অটোমেশন আসবে না বা অটোমেশন দেরিতে আসবে বা আমরা এটাকে পেছাবো আসলে পেছানো সম্ভব না। বিকজ দিনশেষে নাউ অল দা এন্টারপ্রাইজ আর আর হিউজ প্রেসার কিভাবে কস্ট কাট কাট করতে হয় এবং কস্ট কাটিং এর মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমি বলছি যে এখানে কিভাবে এই জিনিসটাকে অপটিমাইজ করা যায়। বিকজ অপটিমাইজেশন ইজ দা কি এন্ড হাউ ডু ইউ অপটিমাইজ। আমি বলছি না যে হিউম্যান ইন দা লুপ অর হিউম্যান আউট অফ দা লুপের গল্পটা আমি এখনই নিয়ে আসছি না। বাট দিনশেষে আমি যেটা বিশ্বাস করি যে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামনে আসছে যেখানে আমাদের অটোমেশন সব জায়গায় ঢুকে যাবে। আমি ভয় দেখাই না। বাট আমি যেটাকে বলি যে উই শুড বি প্রিপেয়ার্ড। উই শুড বি প্রিপেয়ার্ড যে আমাদেরকে আমাদের হিউম্যানকে নতুন করে রিস্কিল করতে হবে যাতে আমরা অন্য কাজগুলো করতে পারি। বিকজ দিনশেষে এই অটোমেশন কিন্তু আসবেই এবং অটোমেশন আসবেই একটাই কারণে সেটা হচ্ছে গিয়ে এটা থেকে যে বেনিফিট কস্ট বেনিফিট কস্ট বেনিফিট ইজ এনারমাস। আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে? সরি সরি আমি বলছিলাম গানটার ব্যাপারে। আমি আসলে ইয়েস কোল্ডপ্লে এর যে গানটা শুনেছি সেটা তো আপনি বুঝতে পারছেন যে ফিক্স ইউ, দা সাইন্টিস্ট এবং আমার কাছে মনে হয় যে কোল্ডপ্লে সিম্পলিস্টিক ভাবে গান গায়। এজন্য আমরা তাকে পছন্দ করি যে তাকে পছন্দ করার পিছনে একটাই কারণ যে হি সিংস ক্রিস মার্টিন সিংস ভেরি সিম্পলিস্টিকলি ভেরি সিম্পলিস্টিকলি। আর সেকেন্ড যে যার ব্যাপারে অনেকে অ্যালার্জি আছে এবং আমি জানি যে টেইলর সুইফটের ব্যাপারে অনেকে অ্যালার্জি আছে। বাট স্টিল আমি মনে করি যে টেইলর সুইফটের যেই দুটো গান আমাকে খুবই টানে, খুবই টানে তার মধ্যে একটা গান হচ্ছে 10 মিনিট লম্বা। আপনি বুঝতে পারছেন যে একটা গান গান 10 মিনিট লম্বা। এই গানটা আমাকে খুবই টানে এবং সেই গানটা হচ্ছে গিয়ে অল টু ওয়েল। অল টু ওয়েল। আর আরেকটা গান কারেন্টলি আমার খুব ফেভারিট দা ওয়ান। দা ওয়ান। টেইলর সুইফটের দা ওয়ান। দা ওয়ান এন্ড অল টু ওয়েল। আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে?